আপনজন ডেস্ক: অবশেষে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইরান। রকেটটির নাম ‘জুলজানাহ'।ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, স্যাটেলাইট-বহনকারী রকেটটির পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে । ভিডিওটিতে দেখা গিয়েছে দিনের বেলায় একটি মরুভূমি অঞ্চল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হচ্ছে। তবে তা কোন এলাকা ও কখন এ পরীক্ষা চালানো হয়েছিল তা নিশ্চিত করে জানা যায়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিভাগের মুখপাত্র আহমাদ হোসেইনি বলেছেন, ‘এই প্রথম স্যাটেলাইট বহনকারী “জুলজানাহ” রকেটের পরীক্ষামূলক উৎেক্ষেপণ চালানো হয়েছে। এটি স্যাটেলাইট নিয়ে গিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে স্থাপন করবে।’এ রকেটে ‘খুব শক্তিশালী কঠিন জ্বালানির ইঞ্জিন’ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার মতে, উৎক্ষেপণের পর রকেটটি প্রথম দুই ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করবে এবং তৃতীয় ধাপে তরল জ্বালানি ব্যবহার করবে। রকেটটি প্রায় ২২০ কেজি ওজনের স্যাটেলাইট ৫০০ কিলোমিটার পর্যন্ত বহন করতে পারবে বলেও জানিয়েছে তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct