আপনজন ডেস্ক: অন্তত ৩৬ হাজার ভুয়া সার্টিফিকেট বিক্রি করেছে বলে প্রমাণ পেয়েছে বিশেষ তদন্তকারী দল। এ অপকর্মে জড়িত হিমাচল প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও তার পরিবারের কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। হিমাচলের সোলান শহরের মানব ভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এমন নজিরবিহীন ঘটনা। গত ১১ বছরে বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪১ হাজার সনদ ইস্যু করেছে। এর মধ্যে মাত্র হাজার পাঁচেক আসল প্রমাণিত হয়েছে। অর্থাৎ, বাকি ৩৬ হাজারই ভুয়ো। পুলিশ জানিয়েছে, মানব ভারতী ট্রাস্টের অধীনে পরিচালিত হতো বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। হিমাচল ছাড়া রাজস্থানেও তাদের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর চেয়ারম্যান রাজ কুমার রানা, তার স্ত্রী অশোনী কান্বার, মেয়ে আইনা রানা (দুজনেই ট্রাস্টি) এবং ছেলে বর্তমানে অস্ট্রেলিয়া রয়েছেন। তাদের ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে পুলিশ। ভুয়ো সার্টিফিকেট বিক্রি করে রানা ও তার পরিবার অন্তত ৩৮৭ কোটি টাকা আয় করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct