আপনজন ডেস্ক: যুগান্তকারী একটি প্রস্তাব পাস করেছে ফিলিপাইনের আইনসভা । অনুমোদিত প্রস্তাবে দেশটিতে ১ ফেব্রুয়ারি জাতীয় হিজাব দিবস ঘোষণা করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় আচার-আটরণ ও অনুশীলনের ‘গভীর উপলব্ধি’ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটিতে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে সহনশীলতা তৈরির লক্ষ্য নিয়ে এই প্রস্তাবটি পাস করা হয়। ফিলিপাইনের আইনসভার ২০৩ সদস্যের সবাই ২৬ জানুয়ারি এক অধিবেশনে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছিলেন। প্রস্তাবটির উত্থাপক আনাক মিন্দানাও পার্টির পক্ষ থেকে আইনসভার সদস্য আমিহিলদা সাঙ্গকোপান সমর্থনের জন্য সব সদস্যকেই ধন্যবাদ জানান। ফিলিপাইনের মুসলিম মহিলাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা, দেশজুড়ে সহনশীলতা, অন্য বিশ্বাস ও জীবনধারাকে স্বীকৃতি দেওয়ার মানসিকতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশে এই প্রস্তাব আনা হয়েছে।
সাঙ্গকোপান বলেন, ‘বিশ্বজুড়ে হিজাবি মহিলা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। ফিলিপাইনের কিছু কিছু বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞাও দিয়েছে। কিছু ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলতে হিজাব ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ বা পড়া ছেড়ে দিতে বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এটি ওই শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।’এই প্রস্তাবটি ফিলিপাইনে হিজাবী মহিলাদের বিরুদ্ধে বৈষম্য দূর করবে বলেও অভিমত জানিয়েছেন ফিলিপাইনের আইনসভার এই সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct