আপনজন ডেস্ক: বিজেপি শুধু কুৎসা করে বেড়ায়। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে ভোটের পরে পালিযে যায়। আলিপুরদুয়ারের ফালাকাটায় মঙ্গলবার এভাবেই বিজেপির প্রতি তোপ দাগেন তৃণমূল দরনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কেন্দ্রীয় সরকার বাজেটে চা বাগানের উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তাই কেন্দ্রকে নিশানা করেই যে মমতা এই মন্তব্য করেন তা স্পষ্ট।
কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিযে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ তা বুঝিয়ে দিতে মমতা বলেন, ‘আমরা যা বলি তাই করি। নির্বাচন এলেই দিল্লি বারবার বলবে, চা বাগান খুলে দেব। কিন্তু, তারপর সব ভুলে যায়। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমাদের সরকার কৃষকের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, মা-মাটি-মানুষের সরকার’।
গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন বিজেপি সাংসদ হয়েছেন। তারা চা বাড়ান সহ উত্তরবঙ্গের কোনও উন্নতি করেনি বলে অভিযোগ তুলে মমতা বলেন, এতগুলো চা বাগান বন্ধ। তার জন্য বিজেপি সাংসদরা কী করেছে? বিজেপির কাজ উন্নয়ন নয়, কুৎসা করা। প্রতিশ্রতি দেয। কিন্তু ভোট এলে পালিযে যায়।
তবে, মমতা বিগত লোকসভা ভোটে উত্তরবঙ্গে যে ভরাডুবি হয়েছিল তৃণমূলের, তা পুনরুদ্ধার করতেই মমতা এদিন বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। মমতা যে উত্তরবঙ্গের জন্য নিবেদিত প্রাণ তা বোঝাতে এক গণবিবাহে আদিবাসীদের সঙ্গে নাচে মেতে ওঠেন। ‘আদিবাসীরা আমাদের গর্ব, আমাদের অহংকার’ বলে মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct