আপনজন ডেস্ক: ১৯৬২ সালের সেনা অভ্যুত্থানের পর মায়ানমারে সেনা-শাসন চলেছে ২০১১ সাল পর্যন্ত। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় গৃহবন্দি থেকেই সেনা-শাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে এসেছিলেন নেত্রী অং সান সু চি। ১৯৮৯ থেকে ২০১০ সালের মধ্যে ১৫ বছর তিনি গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন। দেখা করতে পারেননি স্বামী, ছেলেদের সঙ্গে। তারপরও গণতন্ত্রের জন্য তার আপোসহীন লড়াইয়ে গোটা বিশ্বেই আলোড়ন তুলেছিলেন সু চি। জাতীয় পর্যায়ে অন্যতম ব্যক্তিত্ব থেকে তিনি পরিণত হন বিশ্বের গণতন্ত্রের আইকনে। ১৯৯১ সালে জয় করেন নোবেল শান্তি পুরস্কার। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মান এবং পুরস্কারও পান।এরপর ২০১০ সালে শেষপর্যন্ত গৃহবন্দিত্ব থেকে মুক্তি মেলে সু চির। ১০ বছর পেরিয়ে আবারও এক সেনা অভ্যুত্থানে ফের বন্দি হলেন তিনি। সদ্য হয়ে যাওয়া নির্বাচনের ফল নিয়ে বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিনের দ্বন্দ্ব ও উত্তেজনার প্রেক্ষাপটেই মায়ানমারে নতুন এ সামরিক অভ্যুত্থান এবং সু চির আবার বন্দিত্বে ফেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct