আপনজন ডেস্ক: লকডাউন উঠলেও এখনও করোনা আবহ দেশে থেকে বিদায় নেয়নি। সেই করোনা আবহের মধ্যেই আজ ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংবিধানের ১১২ ধারা অনুসারে কেন্দ্রীয় সরকার বার্ষিক বাজেট পেশ করতে বাধ্য হওয়ায় এ বছরও তাই তার ব্যতিক্রম হবে না। তবে, এবার সবার নজর থাকবে বাজেটে। কারণ, দেশে মুদ্রাস্ফীতির হার যেভাবে হ্রাস পেয়েছে তাতে বাজেটে দেশের জন্য কি পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার তা নিয়েই প্রশ্ন।
দেশে অর্থিক ঘাটতি কমিয়ে আত্মনির্ভর ভারত-এর মতো নানা প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ সহ, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতির দিকেই থাকবে নজর। তাই সীতারমন কীভাবে লকডাউনের ক্ষতি পেরয়ে দিশা দেখাতে পারেন সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct