আপনজন ডেস্ক: কাশ্মীর নিজের রূপ বদলে বদলে চমকে দেয় পর্যটকদের। গ্রীষ্ম থেকে শীত পর্যন্ত, কাশ্মীর এক এক সময়, এক একরকম সৌন্দর্যে আকৃষ্ট করে সকলকে। আর এবারে আরো এক চমক নিয়ে হাজির হলো ভূ-স্বর্গ। ভারতের প্রথম ও এশিয়ার সবচেয়ে বড় ইগলু ক্যাফে তৈরি হলো কাশ্মীরে। ইগলু বাড়ি, ক্যাফে সাধারণত শীতপ্রধান দেশে যেমন ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডাতে দেখা যায়। ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে এসব যেন কল্পনাতীত। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন স্থানীয় এক হোটেলের মালিক ওয়াসিম শাহ। কাশ্মীরের বারমুলা জেলার গুলমার্গে বহু সিনেমার শুটিং হয়। শীতের সময় পর্যটকরা এখানে বেড়াতে গিয়ে স্কি খেলার মজা উপভোগ করেন। এবারে তার পাশাপাশি এই ইগলু ক্যাফেতে বসে চা, কফি খেয়ে, আরো মজা পাবেন পর্যটকরা। ইগলু ক্যাফের ভেতরে ১৬ জনের বসার ব্যবস্থা রয়েছে। ২৬ বর্গফুটের এই ক্যাফেটি ১৫ ফুট উঁচু। ক্যাফের মধ্যে থাকবে বরফের তৈরি চেয়ার, টেবিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct