আপনজন ডেস্ক: করোনা থেকে মুক্তি পেতে দেশজুড়ে ধারাবাহিকভাবে দেওয়া হবে ভ্যাকসিন। তবে সবাই এ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না। ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে। কারা ভ্যাকসিন নিতে পারবেন না, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? তা জানতে হবে আগে। আসুন জেনে নেই সে সম্পর্কে। প্রথমত, যে কোনো একটি সংস্থার ভ্যাকসিন নিতে পারবেন। টিকার প্রথম ডোজ যে সংস্থার হবে, দ্বিতীয় ডোজটিও একই সংস্থার হতে হবে। গর্ভবতী বা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন, এমন মায়েদের ভ্যাকসিন আপাতত দেওয়া যাবে না। আঠারো বছরের কম বয়সীদের ওপর এখনো ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, তাই তাদের দেওয়া যাবে না। কোনো ওষুধ, খাবার বা ভ্যাকসিনে যাদের অ্যালার্জি আছে, তাদের কোভিড ভ্যাকসিন দিতে নিষেধ করা হয়েছে। যাদের করোনা হয়েছে বা যারা এমনিতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তারা যেন সুস্থ হয়ে ওঠার চার থেকে আট সপ্তাহ পর টিকা নেন। যাদের রক্তক্ষরণ বা রক্তজমাট বাধার রোগ আছে, তারা খুব সতর্কভাবে টিকা নেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct