জুলফিকার মোল্যা: অন্যান্য বছরের মতো এ বছরও পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড দুস্থ ও মেধাবী মুসলিম ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করল। শুক্রবার ম্যাডান স্ট্রিটে ওয়াকফ বোর্ডের অফিসে বৃত্তি প্রদান করা হয়। এই প্রতিবছর বেশ ওয়াকফ বোর্ডের তরফে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবছর বৃত্তি প্রাপক ছাত্র-ছাত্রীদের সংখ্যা দু হাজার ছাড়িয়ে গেছে। আর মোট বৃত্তি প্রদান করা হচ্ছে ৭৮.০৯ লাখ টাকার। অন্যদিকে, মুসলিম ছাত্রছাত্রীদের আবাসিক সমস্যা মেটাতে কলকাতা সহ সন্নিহিত দুই জেলায় তিনটি নতুন হস্টেল নির্মাণের জন্য জমি চিহ্নিত করার কথা জানানো হয়েছে।
এদিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি আব্দুল গণি বলেন, গত বছরের থেকে এবছর ২৮ শতাংশ বেশি ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে। ২০২০-২১ বর্ষে যে ২০৯৩ দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে তার মধ্যে ইমাম-মুয়াজ্জিনদের ২৪৩জন ছেলেমেয়েও রয়েছে। চলতি সপ্তাহে বৃত্তি প্রাপক ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বৃত্তির টাকা দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
ওয়াকফ বোর্ড এ ব্যাপারে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এ বছর তিন হাজার টাকা করে দেওয়া হবে মাধ্যমিকের দুস্থ ও মেধাবী ৪৭১ জন সাধারণ ছাত্রছাত্রীদের। একই টাকা দেওয়া হবে ইমাম মুয়াজ্জিনদের ৯৪জন মা্ধ্যমিক উত্তীর্ণ ছেলেমেয়েকে। তবে, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের বৃত্তির পরিমাণ ৪০০০ টাকা করে। এ বছর ১৩৭৯ জন সাধারণ মুসলিম মেধাবী উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীকে বৃত্তি দেবে ওয়াকফ বোর্ড। আর ১৪৯ উচ্চমাধ্যমিক পাস ইমাম মুয়াজ্জিন সন্তানদের বৃত্তি দেওয়া হবে।
ওয়াকফ বোর্ড প্রেস বিবৃতিতে আরও জানিয়েছে, ২০১০-১১ বর্ষে যেখানে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড ৭ লাখ টাকার বৃত্তি প্রদান করত ২০২০-২১ বর্ষে তা ১০ গুণের বেশি বৃদ্ধি করে ৭৮.০৯ লাখ টাকা বৃত্তি প্রদান করছে।
এদিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাধারণ পরিবারের পাশাপাশি ইমাম মুয়াজ্জিন পরিবারের ছেলে ও মেয়েরাও অংশ নেয়। তাদের হাতে বৃত্তির প্রতীকী চেক তুলে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃত্তির টাকা চলে যাবে।
তবে ওয়াকফ বোর্ডের প্রেস বিবৃতিতে রাজ্যে মুসলিম উন্নয়নে তাদের উল্লেখযোগ্য পদক্ষেপের কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, দার্জিলিং, মাটিগাড়ায় রহমতুল্লাহ ওয়াকফ এস্টেটের ৭১ একর জমি উদ্ধার করা হয়েছে। জলপাইগুড়ির সানাউল্লাহ ওয়াকফ এস্টেটের অধীনে ৫০০ বিঘা চা বাগানের জমি উদ্ধার করা হয়েছে। এচাড়া আরও ওয়াকফ সম্পত্তি উদ্ধারে ওয়াকফ বোর্ডের সিইও, ডেপুটি সিইও প্রমুখ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন্
এছাড়া ওয়াকফ বোর্ড মুসলিম পড়ুয়াদের থাকার সমস্যা মেটাতে কলকাতার পাম এভিনিউয়ে, উত্তরর ২৪ পরগনার বারসতে ও দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে নতুন ছাত্রাবাস তৈরি করার জন্য জমি চিহ্নিত করেছে। মালদায় একিট মুসাফিরখানা তৈরির কাজও চলছে।
এছাড়া, ওয়াকফ সম্পত্তির বেদখল রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে ওয়াকফ বোর্ড। আর লকডাউনে মানুষের খাদ্য সমস্যা মেটাতে ৫ হাজার মানুষকে কাবার দেওয়া হয়েচে বলেও জানানো হয়েছে।
এদিনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গণি ছাড়াও হাজির ছিলেন ওযাকফ বোর্ডের সদস্য তথা সাংসদ নাদিমুল হক, ওয়াকফ বোর্ডের সিইও নাভেদ আখতার, ডেপুটি সিইও মুদাসসার হোসেন, ওয়াকফ বোর্ড সদস্য আফাকুজ্জামান খান, আনিসুল হক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct