আপনজন ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপের কারণে একসময় মক্কার কাবা শরীফ ও মদিনার মসজিদে নববি সহ সৌদি আরবের সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর একে একে মসজিদ খুলে দেওয়া হয়েছে। চালু হয়েছে উমরাহ পালন প্রক্রিয়া। সেক্ষেত্রে করোনা বিধি মেনেই তবে ধর্মপ্রাণ মুসলিমরা উমরাহ পালন করতে পারছেন। এবার আরও সুখবর দিল সৌদি কর্তৃপক্ষ। সউদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দিল পবিত্র নগরী মদিনা এখন করোনাভাইরাস মুক্ত।
এ ব্যাপারে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম জানিয়েছে, মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। তাই করোনা সংক্রমণের কোনও প্রভাব আর নেই।
এর আগে সউদি সরকার পবিত্র দুই নগরী মক্কার মসজিদুল হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববির নিরাপত্তায় শুরু থেকেই ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নিরাপত্তার লক্ষ্যে এ দুই পবিত্র শহরে উমরাহ ও জিয়ারত পুরোপুরি নিষিদ্ধ করে দেয়া হয়।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্য সতর্কতায় জারি করা হয়েছে বিধি-নিষেধ। এমনকি পবিত্র নগরী মক্কা ও মদিনার ব্যাপারে দীর্ঘমেয়াদি কারফিউ জারি করা হয়। পরিশেষে চলতি মাসের শুরুর দিকে পবিত্র নগরী মদিনার মসজিদে নববি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়। আর মদিনা গত বুধবার পবিত্র নগরী মদিনাকে করোনাভাইরাস মুক্ত শহর হিসেবে ঘোষণা দেয়।
তবে এখনও ব্যতিক্রম পবিত্র নগরী মক্কা ও মসজিদুল হারাম তথা কাবা শরিফ। এ নগরীতে এখনও চলছে কারফিউ। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে এখনও সেখানে কারফিউ জারি রয়েছে। তবে, তা শিথিল হওযার সম্ভাবনা দেখা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct