আপনজন ডেস্ক: রাজ্যে বিশিষ্ট আইপিএস ও চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির তার চাকরি তেকে ইস্তফা দিলেন্। তার চাকরির মেয়াদ আর মাস দুয়েক বাকি থাকলেও তার আগেই তিনি পদত্যাগ করলেন। তবে, তার ইস্তফা দেওয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। উল্ল্যেক, হুমায়ুন কবির শুধু একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার নন, তিনি একজন ভাল লেখকও। তিনি একটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। ফলে তার এই পদত্যাগে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি চাকরি থেকে ইস্তফা দিযে আগামী বিধানসভায় নির্বাচনে প্রার্থী হচ্ছেন? কিছু দিন আগে অবশ্য তার স্ত্রী অনিন্দিতা কবির তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই জল্পনা তুঙ্গে।
উল্লেখ্য, হুমায়ুন কবিরের চাকরি মেয়াদ ছিল আগামী এপ্রিল মাস অবধি ১ ফেব্রুয়ারি থেকে তিনি আর চাকরিতে আসবেন না বলে শুক্রবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। ২০০৩ ব্যাচের এই আইপিএস অফিসারের জায়গায় চন্দননগরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার গৌরব শর্মাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct