জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: জাতি-ধর্মের রাজনীতি বন্ধ করে সবার জন্য শিক্ষা ও কাজ নিশ্চিত করে, উন্নতর ঝালদা গড়ার লক্ষে, বৃহস্পতিবার ঝালদা হাটতলা ময়দানে সিপিআইএমের শাখা সংঘটন ডি ওয়াই এফ আই ও এস এফ আই এর তরফে একটি বিশাল যুব সমাবেশ করা হয়। এই যুব সমাবেশ থেকে তারা দাবী করেন, মহকুমা শাসকের দপ্তর কোর্ট সহ ঝালদা মহকুমার পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তোলা, মহকুমা হাসপাতাল গড়ে তোলা, ঝালদা শহরের বাইপাস রাস্তা ও স্থায়ী বাসস্ট্যান্ড গড়ে তোলা, সুবর্ণরেখা জল প্রকল্পের বাস্তবায়িত করে গ্রাম ও শহরের পানীয় জলের সমস্যার সমাধান করা ও ভারী শিল্প নির্মাণ করে বেকার যুবক যুবতীদের কাজের ব্যাবস্থা করা ইত্যাদি। এদিনের এই সমাবেশের প্রধান বক্তা ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও বিজেপি কে নিশানা করে কমরেড হেমন্ত প্রভাকর বলেন, বাংলা আর হিন্দুস্থানে রাবন আর সুর্পণখার রাজ চলছে। যদি বাংলাকে বাঁচাতে হয়, কাজ ও বেকার ভাতা পেতে হয় ,তাহলে রাবনকে বধ করে সুর্পণখার নাক কেটে ফেলতে হবে। মীনাক্ষী মুখার্জী বলেন, তৃণমূলের নেতাদের সবার বার্ডফ্লু হয়ে গেছে সবাই ঝিমোতে শুরু করেছে। তাই তাদের আর বাজারে দাম হয় না কম দামে বেঁচে দিতে হয়। আর এখন তৃণমূলের বেহায়া নির্লজ্জ নেতাগুলো বিক্রি হবার জন্য হাটে-বাজারে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, তৃণমূল পার্টিটা বাংলার সংস্কৃতি বদলে দিয়েছে। তাই এই বাংলার মদের দোকানে করোনা থাকে না, স্কুল কলেজে করোনা থাকে বলেও তিনি মন্তব্য করেন। আগামী বিধানসভা নির্বাচনের জন্য এলাকার সকল মানুষকে একত্রিত হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার কথাও তিনি বলেন। এদিন এই যুব সমাবেশে উপস্থিত ছিলেন কমরেড উজ্জ্বল চট্টরাজ, হেমন্ত চ্যাটার্জী ,আলমগীর লস্কর প্রমুখ। যুব সমাবেশ শেষে কমরেড উজ্জ্বল চট্টরাজ জানান, ঝালদা ১ নং ব্লক এলাকার প্রায় ১৩৩ টি তৃণমূল ও বিজেপি পরিবার আজ সি পি আই এমে যোগ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct