আপনজন ডেস্ক: ব্যাপক হইচইয়ের মধ্যে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাস হযে গেল কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বিরোধী প্রস্তাব। আর এই প্রস্তাব পাসের বিরোধিতায় বিধানসভায় ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। এই বিল পাসকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের সঙ্গে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজেপি বিধায়করা এই প্রস্তাবের বিরোধিতায় নামলেও তা ধোপে টেকেনি। প্রস্তাবের পক্ষে ১০১টি ও বিপক্ষে মাত্র ২৭টি ধ্বনি ভোট পড়ে। ফলে, বিজেপির চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
এদিন বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পর সেই সেই প্রস্তাবকে ঘিরে বিধানসভা চত্বরে বাম ও বিজেপি-র মধ্যে প্রায় হাতাহাতির উপক্রম হয়। বিজেপিতে যাওয়া দুলাল বরের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর। তাকে সামলাতে গিয়ে সিপিএম বিধায়ক সুজিৎ চক্রবর্তীকে দুলাল বর ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যান।
তবে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাব পেশের পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মাকে বলার জন্য আহ্বান জানান। কিন্তু বিজেপি চেঁচামেচির জেরে তিনি অবশেষে বক্তৃতা দিতে অনীহা প্রকাশ করেন। তারপর বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় বিজেপি বিধায়করা ‘জয় শ্রীরাম’ বলে বক্তৃতা থামানোর চেষ্টা করলেও মমতাকে থামানো যায়নি। বরং। পাল্টা চিৎকারে তিনি বাম ও কংগ্রেস বিধায়কদের এই প্রস্তাবের সমর্থনে এগিয়ে আসার ডাক দিলেন। মমতা বলেন, কংগ্রেস ও বাম বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, ‘কৃষকদের স্বার্থে আসুন আমরা এই প্রস্তাব সমর্থন করি।’
এরপর ক্রমশ উত্তপ্ত হযে ওঠে বিধানসভা। তবে, মমতা বিজেপি বিধায়কদের উপেক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেন। মমতা স্লোগান তোলেন, ‘তিনটি বিল প্রত্যাহার করো, নইলে সরকার গদি ছাড়ো’। এরপর মমতা বলেন, দেশের পরিস্থিতি এখন সরকারের হাতের নাগালের বাইরে চলে গেছে। তাই প্রধানমন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ করা। কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে মমতা অভিযোগ করেন, কেউ সরকার বিরোধী আন্দোলন করলেই তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। লালকেল্লার ঘটনাকে ছোট বলে আখ্যায়িত করে তিনি কৃষকদেরকে দেশদ্রোহী, খালিস্তানি বলার বিরোধিতা করেন। তারপর বিজেপিকে নিশানা করে বলেন, আগে দিল্লি সামলা, তার পর বাংলা।
এদিন ছিল বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশনের শেষ দিন। তবে সেই দিনে কৃষি আইন বিরোধী প্রস্তাব পাসের ঘটনার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বাম কংগ্রেস বিধায়কদের কৃষি আইন বিরোধী প্রস্তাবের বিরোধিতায় এগিয়ে আসার আহ্বান। এই আহ্বানে বাম কংগ্রেস বিধায়করা যেবাবে সাড়া দিয়েছেন তা আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের ইঙ্গিত কিনা তা সময়ই বলে দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct