রাকিবুল ইসলাম, বহরমপুর: বৃহস্পতিবার গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও ভ্যাক্সিনেশন দেওয়ার কাজ শুরু হয়েছে ।তার পাশাপাশি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫৩ জন স্বাস্থ্যকর্মীকে এদিন ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ হল। ব্লক হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডঃ আজিজুল লস্কর তিনি জানান, করোনা মহামারী চলছে তাই করোনাকে শেষ করার ভ্যাকসিন আমাদের স্বাস্থ্য কেন্দ্রে চলে এসেছে,সুস্থভাবে স্বাস্থ্য কর্মীদের টিকা করণ দেওয়া হল। সমস্থ সরকারি নির্দেশ নিয়ম শৃঙ্খলা মেনে ভ্যাক্সিনেশন পক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়।আশা কর্মী জেসমিনারা বিবি বলেন, করোনার ভ্যাকসিন আমাদের প্রত্যেকেরই দরকার । আমি আজ করোনা ভ্যাকসিন নিলাম আমার কোন অসুবিধা হয়নি ।আমি সকলকে অনুরোধ করবো ভয় না করে সবাই করোনা ভ্যাকসিন নিন। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ আজিজুল লস্কর, বহরমপুর মেডিকেল অফিসার দোলা রয়,ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নাদিরা খাতুন, এ,এন,এম জয়শ্রী চক্রবর্তী সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct