হাসিবুর রহমান,ঘুটিয়ারি শরিফ: দক্ষিণ ২৪ পরগনা ঘুটিয়ারি শরীফে ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে সৌহার্দ্য সম্প্রীতি ঐক্যের বার্তা দিয়ে শুরু হলো মিলন মেলা,চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে চলছে প্রত্যহ নাচ-গান-কবিতা পাঠ আবৃতি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সমস্ত রকমের প্রতিবন্ধকতা ও রাজনৈতিক বিতর্ক ছাড়াই সংস্কৃতিক আকাশে নতুন সংযোজন এই মেলা। আয়োজক হালদারপাড়া রেডিয়েন্ট ক্লাব ও রবীন্দ্রনগর গ্রামবাসী বৃন্দ। উল্লেখ্য ১৭ই শ্রাবণ পীরের মেলা উপলক্ষে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই অঞ্চলে কিন্তু সে ধরনের কোনো মননশীলতার চর্চা দেখতে পাওয়া যায় না। অন্য দিকে ৭ই আষাঢ় থেকে সপ্তাহব্যাপী চলত গ্রামীণ কৃষি মেলা সেই মেলাতে পাওয়া যেত চাষীদের চাষ করার সামগ্রী। গ্রামীণ মানুষের একঘেয়েমিকে কাটানোর যাবতীয় উত্তাপ ছিল এই মেলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই মেলাও আজ অতীত। ঘুটিয়ারি শরিফের হৃতগৌরব পুনরুদ্ধারে তৎপর মেলা কমিটির সম্পাদক সাবির লস্কর , খোকন হালদার ,সহ একঝাঁক তরুন।তাঁদের দাবী, ঘুটিয়ারি শরিক থেকে উঠে এসেছে একাধিক প্রতিভাবান খেলোয়াড়, সাঁতারু, সাংবাদিক, লেখক ও সংগীত শিল্পী- এমন ধারাকে প্রবহমান করতে আগ্রহী তাঁরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সাংবাদিক হাসিবুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক লিটন রাকিব, বিশিষ্ট বাচিকশিল্পী ও প্রতিশ্রুতিমান কবি আরফিনা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোজাম্মেল মোল্লা ।কোভিডের জেরে বহুদিন গৃহবন্দি হয়েছিল মানুষ ।সে কারণেই অনেকদিন বাদে এমন আয়োজনে নেমেছে মানুষের ঢল, উচ্ছ্বাস আর উদ্দীপনা মেলাকে কেন্দ্র করে। আজকের এই দুঃসময়ে সম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যের মিলন ভূমি হয়ে উঠেছে ঘুটিয়ারি শরিফের মিলনমেলা। এই মেলা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল দেখা যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct