সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: মাদ্রাসাসহ সারা ভাঙড় জুড়ে সাড়ম্বরে পালিত হল ৭২ তম সাধারণতন্ত্র দিবস। মঙ্গলবার সকাল নয়টায় ভাঙড়ের সবচেয়ে বৃহৎ কাঁঠালিয়া মাদ্রাসা মদীনাতুল উলুমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অন্যদিকে সকাল দশটায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুরু হয় কাঠজ্বালা- ছেলেগোয়ালিয়া খারেজি মাদ্রাসায়।ভাঙড়ের অন্যান্য খারেছি বা হাফেজি মাদ্রাসা ও সিনিয়র বা হাই মাদ্রাসা গুলিতেও দেশের ৭২ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্প প্রদান, দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আলোচনা, দেশাত্মবোধক গান পরিবেশন করা। পাশাপাশি নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অপরদিকে বাসন্তী হাইওয়ের ধারে ভোজেরহাটে সাধারণতন্ত্র দিবস উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল সংখ্যালঘু সেলের ভাঙড় ১এ কমিটির সভাপতি ওহেদালী শেখ। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর দিনভর খড়ম্বা খেলার মাঠে নানা ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। স্বাস্থ্য সচেতনতাকে মাথায় রেখে এদিন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন ওহেদালী।
প্রশাসনিক স্তরে সাধারণতন্ত্র দিবস উৎযাপন অনুষ্ঠান হয় ভাঙড় ১ এবং ২ নম্বর ব্লক অফিসে। পুলিশের পক্ষ থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেন ভাঙড়, কাশিপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct