আপনজন ডেস্ক: আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সুপ্রিম নির্দেশে প্রাপ্ত বাবরি মসজিদের পরিবর্ত জমিতে প্রজাতন্ত্র দিবসে শিলান্যাস করা হবে নতুন মসজিদ। সেই মতো দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবসে পাঁচ একর জমির উপর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হল অযোধ্যার ধাননিপুর গ্রামে। মঙ্গলবার সকালে সুন্নি ওয়াকফ বোর্ডের ট্রাস্টি ও ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে জাতীয় পদাকা উত্তলনের মাধ্যমে সূচনা হল নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর।
এ ব্যাপারে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর ফারুকি জানান, এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বোর্ডের সদস্যরা ছাড়াও স্থানীয় মানুষরাও যোগ দেন।
ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব আতাহার হোসেন বলেন, 'আমরা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে বেছে নিয়েছি অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য। কারণ ওইদিনই দেশের সংবিধান কার্যকর হয়। ৭০ বছর আগেরই সেই গৌরবোজ্জ্বল দিনকেই ভারতের বহুত্ববাদের প্রতীক হিসাবে ধরা হয়। এই জন্য সেদিনই শিলান্যাস।'
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বাবরি মসজিদের এই পরিবর্ত জমিতে মসজিদ, লাইব্রেরি সহ অন্যান্য স্থাপত্য নির্মানের নকশা প্রকাশিত হয়। জানা গিয়েছে, মসজিদ কমপ্লেক্সে মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল, একটি কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরি থাকবে। সম্পূর্ণ নির্মাণের দায়িত্বে রয়েছেন স্থপতি অধ্যাপক এস এম আখতার। তিনি জানিয়েছেন, একসঙ্গে ২০০০ মানুষ নামাজ পড়তে পারবেন এই মসজিদে। গোলাকৃতি হবে স্থাপত্য। নতুন এই মসজিদ বাবরির থেকেও বড় হবে। কিন্তু সেই কাঠামোর মতো দেখতে হবে না। কমপ্লেক্সের একেবারে কেন্দ্রে থাকবে হাসপাতাল। হজরত মুহাম্মদ সা. এবং অন্য পয়গম্বররা ১৪০০ বছর আগে ইসলামের যে প্রকৃত শিক্ষা দিয়েছেন সেই পথে হেঁটে মানবিক পরিষেবা দেবে এই হাসপাতাল। ৩০০টি বেড থাকবে তাতে। চিকিৎকরা বিনামূল্যে চিকিৎসা করবেন। তবে মসজিদের নামকরণ এখনও করা হয়নি বলে জানানো হয়েছে।
এরপর ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, এই স্থানটিতে একটি ভাল যাদুঘর করাও হবে। তবে হাসপাতালটি অত্যাধুনিক সুবিধাদি সহ জনগণের জন্য খুলে দেওয়া হবে। শিশু এবং প্রত্যাশিত মায়েদের অপুষ্টির দিকে মনোনিবেশ করা হবে। পরিকল্পিত মসজিদটির একটি কম্পিউটার উৎপাদিত চিত্ত্রে একটি মনোরম বাগান জুড়ে রযেছে একটি বিশাল কাচের গম্বুজ। মসজিদটির পেছনে রয়েছে হাসপাতাল ভবন। আধুনিক প্রযুক্তিতে ১৫০০০ বর্গ ফুট জুড়ে থাকবে মসজিদটি। এটি ডিম্বাকৃতি এবং ছাদে যে গম্বুজ হবে তা ট্রান্সপারেন্ট হবে। মসজিদে সোলার প্যানেলও বসানো হবে। হাসপাতালটির নকশাটিও ভিন্ন মাত্রার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct