আপনজন ডেস্ক: প্রতি বছরই নিয়ম করে পবিত্র কাবা শরীফের চাদর বা কুশওয়া পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। রক্ষনাবেক্ষণের কাজ পআয় সারা বছর ধরে চলে। এ ব্যাপারে দুই পবিত্র মসজিদ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে সক্রিয় হতে শুরু করেছে। তাদের তত্ত্বাবধানে কাজ এগিয়ে চলেছে।
অন্য দিকে, পবিত্র কাবা শরীফের ছাদ মাত্র ৪০ মিনিটে পরিষ্কার করতে একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে মসজিদুল হারামাইন শরীফের পরিচালনা পরিষদ। পরিষদের প্রযুক্তি বিষয়ক বিভাগের উপ-প্রধান মুহাম্মদ আল জাবরি বলেন, ‘পবিত্র কাবার ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পরিচালনা পরিষদ প্রযুক্তি বিষয়ক সেবার আওতায় একটি বিশেষ দল গঠন করেছে।’ পরিচালনা পরিষদের এই কর্মকর্তা আরো বলেন, পবিত্র কাবার ছাদ পরিষ্কারের কাজটি কয়েক ধাপে সম্পন্ন করা হয়। প্রথমত ছাদে ঝাড়ু দিয়ে পাখির মল ও আবর্জনা ফেলে দেওয়া হয়। অতঃপর পুরো ছাদ, চাদর রাখার স্থান, দেওয়াল, কাবার ছাদে ওঠার দরজা মোছা হয়। এরপর জল ছিটা দিয়ে তা মোছা হয়। অতঃপর পুরো জায়গা শুকানো হয়।’ জাবেরি বলেন, ‘পুরো কাজটি করতে বিশেষজ্ঞ দলের মাত্র ৪০ মিনিট সময়ের প্রয়োজন হয়। পরিষদের প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ দল উন্নত সরঞ্জাম দিয়ে পরিষ্কার করা হয়। এতে মূল্যবান মারবেল পাথরের সুরক্ষা নিশ্চিত হয় এবং ভালো করে পরিচ্ছন্ন করা সম্ভব হয়। এছাড়া পবিত্র কাবা ও বিশেষত মসজিদে হারামের সৌন্দর্য আপন অবস্থায় থাকে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct