আপনজন ডেস্ক: দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্ত হলেন এক ভারতীয় মহিলা। ৬৫ বছর বয়স্ক ওই মহিলা হাসিনা বেগম বছর আঠারো আগে স্বামীর আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়েছিলেন আওরঙ্গাবাদের বাসিন্দা।
তার বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা দিলশাদ আহমেদের সঙ্গে। তার আত্মীয়র সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন। তাই পাক জেলে বন্দি থাকতে হয়।
এ ব্যাপারে আউরঙ্গাবাদের পুলিশ পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায়। অবশেষে হাসিনাকে ১৮ বছর পর মুক্তি দেওয়া হল। গত সপ্তাহে তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
এই মুক্তির পর হাসিনার আত্মীয় খাজা জৈনউদ্দিন চিশতী আউরাঙ্গাবাদ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct