দেবাশিস পাল, মালদা: বিএসএফের হাতে আক্রান্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।এ ই ঘটনায় চাঞ্চল্য ছডিয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি গৌড়িপুর গ্রামে।আহত ছাত্র সহ তিনজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত ছাত্রের নাম সৌমিক সাহা(১৯)। তিনি এ বি এ গণিখান টেকনিক্যাল এ্যন্ড ইইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।এই ঘটনায় আহত হয়েছের ছাত্রের বাবা সুভাষ সাহা ও মা আলপনা সাহা। অভিযুক্ত ব্যাক্তি সজল সাহা বিএসএফ-এ কর্মরত। ছুটি কাটাতে বাড়িতে এসেছেন। সজল সাহার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে অভিযুক্ত বিএসএফ জওয়ান সজল সাহাকে গ্রেপ্তারের দাবীতে সরব হয়েছেন অমৃতি এলাকার বিশিষ্ট মানুষজন।এই ঘটনায় সজল সাহার বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্রের মা আলপনা সাহা।স্থানীয় সূত্রে জানা গেছে,পুরনো বিবাদের জেরেই এই ঘটনা।
জানা গেছে, সোমবার সুভাষ সাহা নিজস্ব বাড়ি সংস্কারের কাজ করছিলেন। অভিযোগ আচমকা সজল সাহা এসে সুভাষ সাহাকে মারধর করতে থাকে। বাবাকে বাঁচাতে ছুটে আসেন ছেলে শমিক। তাকে মাটিতে ফেলে আসা বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। মারধোর করা হয় সুভাষ বাবুর স্ত্রী আলপনা সাহাকেও। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অভিযুক্ত ব্যক্তি সজল সাহা বিএসএফে কর্মরত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বদমেজাজী।আহত ছাত্র শমিক সাহা জানান, পুরনো বিবাদের জেরেই এই ঘটনা। বাবা মা সহ তাকেও মারধোর করা হয়েছে বলে তার অভিযোগ।অভিযুক্ত বিএসএফ জওয়ানের সাথে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct