আপনজন ডেস্ক: জয়পুর গোলাপি শহর নামে বেশি পরিচিত হলেও, এর স্ট্রীট ফুড গুলিও কম বিখ্যাত নয়। আপনি জয়পুরে এলে এখানকার স্ট্রীট ফুড-এর স্বাদ নেওয়া থেকে বিরত থাকতে পারবেন না। এর স্বাদ আপনার মন জয় করে নেবেই। এখানে সেই তুলনাহীন স্বাদের কিছু স্ট্রীট ফুড ও খাবার ঠিকানা দেওয়া হল।
১. পেঁয়াজ কচুরি- রাওয়াত মিষ্ঠান্ন ভান্ডার
এটি জয়পুরের বিশেষত্ব এটি কোন শর্তে মিস করবেন না।
২. কাঠি রোল- আল বেক, এমআই রোড
যদিও চিকেন কাঠি রোল এখানকার বিখ্যাত, তাছাড়া আপনি নানা রকম লোভনীয় রোল এখানে পাবেন।
৩. শ্রীখন্ড- সরোগি ম্যানসনের ফালাহার
এটি জয়পুরের অন্যতম বৈশিষ্ট্য। ক্রিম ও বাদাম দিয়ে গার্নিস করা এক অতুলনীয় স্ট্রীট ফুড।
৪. রাবড়ী ঘেভার- লক্ষী মিষ্ঠান্ন ভান্ডার, জোহরী বাজার
এই ডিশটি এতই বিখ্যাত কেউ জয়পুরে এলে এর স্বাদ গ্রহন না করে জয়পুর ছাড়েন না।
৫. ওমলেট- সঞ্জয় ওমলেট, বাপু নগর
চাটনীর সঙ্গে মজাদার ওমলেট, জয়পুর ছাড়া কোথাও পাওয়া বলে তো মনে হয় না। সারা জয়পুর শহরে মাঝরাতেও এর জন্য দোকান খোলা পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct