আপনজন ডেস্ক: আগামী বৃহস্পতিবার এক বিরল দৃম্যের সাক্ষী থাকবেন সৌদি আরবের বাসিন্দারা। ওই দিন পবিত্র কাবা শরিফের ঠিক মাথার উপর চলে আসবে চাঁদ। ওই দিন চন্দ্র মাসের চৌদ্দতম দিন। রূপার থালার মতো পূর্ণিমার চাঁদ ঝলমল করবে ওই দিন কাবা প্রান্তরে। এ খবর জানিয়েছেন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার।
এক আরব গণমাধ্যম জানিয়েছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। এদিন কাবা প্রান্তরে চাঁদকে উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পবিত্র কাবা শরিফের ওপরে এভাবে চাঁদ ওঠাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক মনে করেন। তবে অনেকে এই ধারণাকে ইসলামি বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করেন।
এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর, এরপরে একই বছর ২৪ ডিসেম্বরে একইভাবে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল। সর্বশেষ দেখা যায় ২০২০-এর মার্চ মাসে। এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদুল হারামের ডান দিকে অবস্থান করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct