আপনজন ডেস্ক: বিশ্বের মধ্যে ডেনমার্কে সবচেয়ে বেশি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। ইসলাম বিদ্বেষী মনোভাব ফের উদ্বেগ সৃষ্টি করছে ডেনমার্ক সহ ইউরোপ জুড়ে। সেরকম ঘটনা ঘটেছিল গত শুক্রবার ডেনমার্ক-জার্মানি সীমান্তে এক তুর্কি অধ্যুষিত এলাকার এক মসজিদে হামলা চালিয়ে দেয়ালে বিদ্বেষমূলক নানা মন্তব্য লিখে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দিয়ানেত বিভাগের প্রধান আলী ইরবাস। এক ট্যুইটবার্তায় রোববার তিনি বলেন, দিন দিন যেভাবে ইসলামবিদ্বেষী প্রচার চালাচ্ছে একটি বর্ণবাদী গ্রুপ, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
জানা গেছে, ডেনমার্কে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জার্মান সীমান্তে তুর্কি ওই মসজিদে হামলা চালায় এক দল উগ্রবাদী ও বর্ণবাদী দুর্বৃত্ত। তারা মসজিদের দেয়ালে আপত্তিকর লেখা লিখে যান। মসজিদটি পরিচালনা করে আসছে ড্যানিশ-টার্কিশ ইসলামিক ফাউন্ডেশন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মসজিদ কমিটির প্রেসিডেন্ট হুরসিত টোকা জানান, গত শুক্রবার সন্ধ্যায় তিনি আবেনরা মসজিদে নামাজ পড়তে আসেন। কিন্তু পর দিন শনিবার সকালে তিনি মসজিদে গিয়ে দেয়ালে পবিত্র কুরআন শরিফ সম্পর্কে আপত্তিকর লেখা দেখতে পান।
করোনা ভাইরাসের কারণে মসজিদটি আংশিক বন্ধ রয়েছে। মসজিদ কর্তৃপক্ষ দেয়ালে এ ধরনের আপত্তিকর লেখা সম্পর্কে পুলিশকে অবহিত করেছে। পুলিশ ওই এলাকার সারভাইল্যান্স ক্যামেরা পরীক্ষা ও ঘটনার তদন্ত শুরু করেছে। হুরসিত এ ঘটনার নিন্দা জানান এবং ওই আপত্তিকর লেখা মুছে ফেলা হয়েছে বলে জানান।
ডেনমার্কের চরমপন্থী খ্রিস্টানরা প্রায়ই কুরআন পোড়ানোসহ বিভিন্ন বর্ণবাদী আচরণ করে থাকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানসহ বিশ্বের বিভিন্ন মুসলিম নেতারা দেশটির এমন ইসলাম বিদ্বেষের নিন্দা জানিয়ে আসছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct