জুলফিকার মোল্যা, বসিরহাট: রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত অসাধু ব্যবসায়ীদের চক্রান্তে দখল হচ্ছে নদীর পাড়। স্বার্থসিদ্ধি চরিতার্থে ধ্বংস করছে নদীর পাড়ের ম্যানগ্রোভ অরণ্য। সরকারের উদাসীনতায় নদী হারাচ্ছে তার নব্যতা। এই অত্যাচারে জর্জরিত হয়ে পরিবেশ তার স্বাভাবিক অবস্থা টিকিয়ে রাখতে অক্ষম হচ্ছে। এহেন অবস্থায় বিশেষ পর্যবেক্ষন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের।
রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সকল অসৎ মানুষদের অপকর্মের বিরোধিতা করা হচ্ছে প্রতিনিয়ত। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতী বিজ্ঞান কেন্দ্রের টাকি বিজ্ঞান চক্রের পক্ষ থেকে সাধ্যমতো পরিবেশ বিরোধী কাজকর্ম বন্ধের চেষ্টা করা হচ্ছে। রাস্তা অবরোধ থেকে পুলিশ প্রশাসন কোনোটাই পিছুপা হয়নি পরিবেশের স্বার্থে। সেজন্য বৃহস্পতিবার আবারও “নদী বাঁচাও-পরিবেশ বাঁচাও”,”অরণ্য বাঁচাও-জীবন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে টাকি বিজ্ঞান চক্রের সভাপতি পার্থ মুখার্জীর নেতৃত্বে চক্রের ভারপ্রাপ্ত সম্পাদক পলাশ দাশ নীলোৎপ সাহিনুর সঞ্জয় দেবজ্যোতি সহ ১৫ বিজ্ঞান কর্মী বোটে টাকিতে ইছামতী নদীর ধার থেকে তিন নদীর মিলনস্থল (টাকি-হাসনাবাদ-হিঙ্গলগঞ্জের দিকে) পর্যন্ত পৌঁছে যায়। বিজ্ঞানকর্মীরা সরজমিনে দেখার চেষ্টা করে নদীর বর্তমান অবস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct