আপনজন ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বুধবার বিকালে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি আইন, সিএএ, এনআরসি ও এনপিআর সহ সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও জনসমাবেশে অনুষ্ঠিত হয়।
এই সমাবেশ থেকে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন বলেন, গণতান্ত্রিক ভারতবর্ষে যেভাবে স্বৈরাচারী কেন্দ্র সরকার গণতন্ত্রেকে হত্যা করছে তা খুবই নিন্দনীয়।গনতন্ত্রে জনগণের উপর জোরপূর্বক কোন কিছু চাপিয়ে দেওয়ার অর্থ হলো স্বৈরতন্ত্র। দেশের মানুষ সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিপক্ষে থাকার পরেও সরকার কেবলমাত্র ক্ষমতার জোরে বলপূর্বক জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কোন আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে তিনটি কৃষি আইন তৈরি করা হয়েছে। কর্পোরেটদের স্বার্থে তৈরি হওয়া এই আইনের বিরুদ্ধে গোটা দেশের কৃষক সমাজ আজ বিক্ষুব্ধ। তাই তিনি দাবি করেন সরকার যদি প্রকৃতপক্ষে কৃষকদের জন্য কিছু ভালো চায়,তাহলে অবিলম্বে এই আইন প্রত্যাহার করুক।
পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে দিনের পর দিন সবকা বিকাশের পরিবর্তে কেবলমাত্র পুঁজিপতিদের বিকাশেই বেশী মনযোগী নরেন্দ্র মোদী। এই সরকারের মদতে পুঁজিপতিরা দেশকে লুট করছে আর কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে । কয়েক হাজার কর্মী সমর্থক সহ এইদিনের সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক শাহাজাদী পারভীন, ফিটু-র রাজ্য সভাপতি সেখ মোজাফফর সহ পার্টির জেলা সভাপতি নজরুল আলি খান, জেলা কমিটির সদস্য ডাঃ শ্রীধর দাস, কাঁথির ব্লক সভাপতি ও এই সভার আহ্বায়ক শেখ মৌসুদ আলি প্রমুখ নেতৃত্ববৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct