আপনজন ডেস্ক: আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ। অন্যান্য বারের মতো এবার জমকালো শপথগ্রহণ অনুষ্ঠান না হলেও ছোট পরিসরের আয়োজনের মধ্যদিয়েই ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। প্রথমত করোনা ভাইরাসের ধাক্কা, আর বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের পদ না ছাড়ার আপ্রাণ চেষ্টা, মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার আবহে একেবারে ছোট পরিসরে আয়োজন হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহল অনুষ্ঠান।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভারতয়ি সময় সন্ধ্যে সাড়ে নটায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হবে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান। অশপথ নেবেন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বরাবরের মতো এবারই শপথগ্রহণ ানুষ্ঠানকে ঘিরে দিনভর হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে.ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইয়ুথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। জাতীয় সঙ্গীত শোনা যাবে লেডি গাগার গলায়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ। বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানটি মূলত ভার্চুয়াল ইভেন্ট হতে চলছে। ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচদিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে। এছাড়াও ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে। এই অনুষ্ঠান হোস্ট করবেন বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। থাকবে জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে মার্কিন প্রশাসনের তরফে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। করোনা সংক্রামণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct