সামিনুর আলম,(এস এস কে এম হসপিটাল): রক্তদান মানে জীবনদান। আর রক্তদানকেই জন্মদিন পালনের জন্য বেছে নিলেন এক যুবক। নাম তার আসিফ রেজা আনসারী। বর্তমানে চারিদিকে রক্তের হাহাকার চলছে, রক্তের অভাবে কতো মানুষের জীবন বাঁচানো যাচ্ছে না।
রক্ত সঙ্কট মেটাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব প্রতিষ্ঠানের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, কিন্তু তাতেও রক্তের চাহিদা মিটছে না। সঙ্কট থেকে মুক্তি পেতে চারিদিকে চেষ্টা চলছে। এইসব চিরাচরিত উদ্যোগের বাইরে গিয়ে করোনার ক্রান্তিকালে জন্মদিনে রক্তদান করে নজির তৈরি করলেন আসিফ। আর তার অভিনব উদ্যোগ রক্ত সঙ্কট থেকে মুক্তির পথ দেখাবে বলেই মনে করছেন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা।
জন্মদিনকে আমরা বেশিরভাগ মানুষ বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করে ,ঘুরে কাটিয়ে , হুল্লোড় পার্টি করে পালন করে থাকি। উদযাপনের এই পরিচিত নামগুলো বদলে ফেলতে আসিফ রক্তদান করেছেন। জন্মদিনে এইরকম ইচ্ছা খুব কম মানুষেরই থাকে যে জন্মদিনে ব্লাড ডোনেট করব এবং তাতে একটি মানুষের প্রাণ বাঁচবে। জন্মদিন রক্তদানের ব্রত পালনের মাধ্যমে একটি জীবনও বেঁচে গেলো। জন্মদিনে এই রক্তদানকে কুর্নিশ জানাই আসিফ রেজা আনসারীকে। আশা করি জন্মদিনে রক্তদান দেখে অনেকে আগ্রহী হবেন, আর এই অভিনব উদ্যোগ রক্ত সঙ্কটের মুক্তির পথ দেখাবে।
প্রসঙ্গত, আসিফ এদিন এসএসকেএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেছেন। হাসপাতালের তরফে তাঁকে শংসাপত্র দেওয়া হয় এবং জন্মদিনের শুভেচ্ছা জানান কর্তব্যরত চিকিৎসক, নার্সরা। শীর্ষাধিকারিক নিজে তাঁর হাতে শংসাপত্র দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিও তুলে ধরা হয়েছে। অন্যরাও এগিয়ে আসুক সেইটাও জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct