আপনজন ডেস্ক: চিনা পণ্যের উপর ফের নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। বিশেষ করে চিনা মোবাইল আমাদনির উপর। আর কয়েকদিন বাকি ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের। তার আগে ট্রাম্প প্রশাসন চিনের নটি মোবাইল ব্র্যান্ডের উপর নিষেধাজ্হা জারি করেছে। মার্কিন প্রমাসন যে সব চিনা মোবাইলের উপর নিষেদাজ্হা জারি করেছে তার মধ্যে রয়েছে বহুল প্রচলিত মোবাইল শাওমি, কোম্যাকের মতো ব্র্যান্ডগুলোও। বৃহস্পতিবার নতুন করে নয়টি চিনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব প্রতিষ্ঠান চিনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
মার্কিন নিষেধাজ্ঞা জারি শাওমির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। কিন্তু নিষেধাজ্ঞার খবর ছড়াতেই শুক্রবার হংকংয়ে তাদের শেয়ারের দর কমে গেছে অন্তত ১০ শতাংশ।
পেন্টাগনের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে চিনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা সংস্থা কমার্শিয়াল এয়ারক্র্যাফ্ট করপোরেশন অব চায়না (কোম্যাক)। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, চিনের যেসব প্রতিষ্ঠান বেসামরিক মনে হলেও আদতে তারা উন্নত প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সামরিক বাহিনীকে সাহায্য করছে, তাদের প্রকাশ্যে আনতে এবং প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে আরো অন্তত ৩৫টি চিনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পেন্টাগন। এর মধ্যে রয়েছে টেক জায়ান্ট হুয়াওয়ে, চিপ নির্মাতা এমএমআইসি’র মতো বৃহৎ প্রতিষ্ঠানও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct