আপনজন ডেস্ক: পূর্ব ঘোষণা মতোই রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই সংশোধিত ভোটার তালিকা শুক্রবার প্রকাশিত হওযার পর দেখা গেল প্রায ৬ লক্ষ নাম বাদ পড়েছে। সব মিরিযে নতুন বোটা তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০ জন ভোটারের। রাজ্যের সংশোধিত ভোটার তালিকায় ব্যাপক কাটছাঁট হলেও আগের থেকে এবারে বেড়েছে ভোটারের সংখ্যাও।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী বুধবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুদিনের এই সফরে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের আধিকারিকরা।
শুক্রবার প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, আগেরবারের থেকে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ। সংশোধিত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৭৯০ জন। ভোটার বেড়েছে প্রায় ২০ লক্ষ।
এই ভোটর তালিকা যখন প্রকাশ করা হল তখন এ রাজ্যে রয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে দু’দিনের সফরে এসেছেন তিনি এ রাজ্যে এসেছেন। নির্বাচনের কমিশনের তরফে তিনি সাফ জানিয়ে দেন, যে ভোটের দিন প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কোনও রকম অভিযোগ এলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে পারফরমেন্স খতিয়ে দেখে তাঁকে অপসারণও করা হতে পারে।
যদিও এই নির্বাচনের আগে সুদীপ জৈন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সমস্ত পুলিশ সুপারদের অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করতে বলেছেন। তিনি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে শহরে আইনশৃঙ্খলা আইনানুগভাবে বজায় রাখার কথা বলেছেন। তবে, রাজ্যে এবছর কেন্দ্রীয় বাহিনী প্রত্যাশার চেয়ে আরও বেশি থাকবে বলেই জানানো হয়েছে।
অন্যদিকে আগামী বুধবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসায় আগামী এপ্রিল মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। যদিও ুনরাবচন কমিশন সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসেই জারি হতে পারে বিজ্ঞপ্তি। সেই সঙ্গে করোনা সংক্রমণের জন্য রাজ্যজুড়ে বাড়ানো হতে পারে বুথের সংখ্যা। প্রতি বুথে কমানো হতে পারে ভোটার সংখ্যাও। আর লোকসভার মতো বেশ কয়েক দফায় ভোট হওয়ার সম্বাবনা রযেছে
তবে, এ বিষয়ে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আাধিকদের সঙ্গে নিরাবচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে মিলিত হবেন বলে সূত্রের খবর। তার ফলে, বুধবারের সফরের নির্বাচন কমিশন রাজ্য বিধানসভার দিনক্সণ ঘোষনা করলে াবাক হওয়ার কিছু থাকবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct