রাজু আনসারী, অরঙ্গাবাদ: ভারত-বাংলাদেশ মৈত্রী বজায় ও দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১ তম জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরে ১০ই জানুয়ারি উদ্বোধন হয়েছিল মৈত্রী সাইকেল মিছিলের। সেদিন দুপুরে পশ্চিমবঙ্গের পানিতর ক্যাম্পের নিকট নোম্যান্সল্যান্ডে এই মিছিলের উদ্বোধন করা হয়। ১৭ই মার্চ মিজোরামের শিলকোর পর্যন্ত ৪০৮০ কিলোমিটার পথ অতিক্রম করে এই মিছিল শেষ হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার বিএসএফের ৭৮ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে মৈত্রী সাইকেল মিছিল মুর্শিদাবাদের খান্ডুয়া থেকে নিমতিতা বর্ডার আউটপোস্ট পর্যন্ত এসে পৌঁছায়। বিএসএফের এই সাইকেল মিছিলকে সংবর্ধনা জানাতে রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এলাকার মানুষজন পুষ্প করতালি সহযোগে তাদের অভ্যর্থনা জানান। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সঞ্জয় গৌড় ডিআইজি সেক্টর হেডকোয়াটার মালদা, বিশ্ববন্ধু ৭৮ নম্বর কম্যান্ডডান্ট সহ বিএসএফের বিশিষ্ট্য আধিকারিক বর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct