সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: শনিবাসরীয় দুপুরে ভাঙড়ে সভা করতে আসছেন পার্লামেন্টে কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরের সভা উপলক্ষে ভাঙড়ের বিভিন্ন জায়গায় লাগান কাট আউট ছিঁড়ে ফেলার অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকেই।
আজ ভাঙড় ২ ব্লকের ভোগালি ২ অঞ্চলের কাঁঠালিয়াতে সভা করতে আসছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী একেএম ইশহাক আলি সাহেবের সমাধির বিপরীত দিকের মাঠে হবে এই সভা। প্রধান বক্তার বক্তব্য রাখবেন অধীর বাবু। এছাড়া উপস্থিত থাকবেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট টেলিভিশন বিতার্কিক ঋজু ঘোষাল, আশুতোষ চ্যাটার্জি, সৌরভ প্রসাদ, কোস্তভ কান্তি রাউত, জয়ন্ত দাশ প্রমুখ। অপরদিকে কংগ্রেসের সভা উপলক্ষে ভাঙড় ১ ও ভাঙড় ২ ব্লকের বিভিন্ন স্থানে গেট তৈরি করা হয়। সেখানে লাগানো হয় অধীর চৌধুরী ও ভাঙড় ২ জাতীয় কংগ্রেস সভাপতি রফিকুল ইসলামের ছবি।
অভিযোগ ভাঙড় ১ ব্লকের ভাঙড় ব্রিজের উপর ও ভাঙড় ১ ব্লক অফিসের সামনে বাসন্তী হাইওয়ের উপর কাটআউট ছিঁড়ে ফেলা হয়েছে। যা নিয়ে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।
কাট আউট ছিঁড়ে ফেলা সম্পর্কে ভাঙড় ২ ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “ শাসক দল তৃণমূল ভয় পেয়ে রাতের অন্ধকারে দুস্কৃতিকারীদের দিয়ে কাট আউট ছিঁড়েছে। ওরা যতই চেষ্টা করুক আগামীকাল সভায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে। একুশের নির্বাচনে ভাঙড়ে জাতীয় কংগ্রেস জয়লাভ করবে।”
তৃণমূলকে লক্ষ করে করা অভিযোগ সম্পর্কে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বলেন,” আমাদের কেউ ঘটনার সঙ্গে জড়িত নয়। ভাঙড়ে কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়েছে। ওদের কোন অস্তিত্ব নেই। আমরা কেন ওদের কাট আউট ছিঁড়বো?” কংগ্রেস নেতা রফিকুল ইসলামের অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। তিনি বলেন, “ভাঙড় থানা আমাদের অভিযোগের কোনো রিসিপ্ট কপি দেয়নি। পুলিশ দুষ্কুতকারীদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশ চাইলে সিসি টিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে পারত। কিন্তু শাসক দলের লোকজন জড়িত থাকার কারণে পুলিশ তা খতিয়ে দেখেনি।” ভাঙড় থানা অবশ্য রফিকুল ইসলামের করা অভিযোগ অস্বীকার করেছে।
ওসি সমরেশ ঘোষ বলেন, কংগ্রেসের সভা উপলক্ষে পুলিশ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে। এদিকে আজকের সভায় সিপিএমের কেউ থাকছেন না।
এবিষয়ে সিপিএমের ভাঙড় ২ ব্লক সম্পাদক আবদুর রশিদ গাজির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের কাউকে বলা হয়নি। ওরা ওদের প্রোগাম করছে।”কংগ্রেস নেতা রফিকুল ইসলামের অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। তিনি বলেন, "ভাঙড় থানা আমাদের অভিযোগের কোনো রিসিপ্ট কপি দেয়নি। পুলিশ দুস্কৃতিকারীদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশ চাইলে সিসি টিভি ফুটেজ দেখে ব্যাবস্থা নিতে পারতো। কিন্তু শাসক দলের লোকজন জড়িত থাকার কারণে পুলিশ তা খতিয়ে দেখেনি।" ভাঙড় থানা অবশ্য রফিকুল ইসলামের করা অভিযোগ অস্বীকার করেছে। ওসি সমরেশ ঘোষ বলেন, "কংগ্রেসের সভা উপলক্ষে পুলিশ যাবতীয় নিরাপত্তার ব্যাবস্থা করেছে।
এদিকে আজকের সভায় সিপিএমের কেউ থাকছেন না। এবিষয়ে সিপিএমের ভাঙড় ২ ব্লক সম্পাদক আবদুর রশিদ গাজির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের কাউকে বলা হয়নি। ওরা ওদের প্রোগাম করছে।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct