আপনজন ডেস্ক: অক্সফোর্ডের করোন ভ্যাকসিন নেওয়অর পরিবর্তে চিনের করোনা ভ্যাকচিনের কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেন এরদোগান।
তবে এই ভ্যাকসিন এরদোগান প্রকাশ্যেই নিয়েছেন। শুধু তাই নয়, করোনা ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুসের মনে কোনও আতঙ্ক না থাকে তার জন্য এরদোগান টিভি ক্যামেরার সামনেই ভ্যাকসিন নেন। বাসেই ভ্যাকসিন নেওয়অর দৃশ্য সম্প্রচারিতও করা হয়।
চিনের তৈরি ভ্যাকসিন নেওয়ার পর সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে এরদোগানন বলেন, ‘আমি টিকা নেওয়ার পর ভালো অনুভব করছি। ‘আমি মনে করি, বিশেষত সব রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যদের টিকা গ্রহণে উৎসাহ দেওয়া উচিত।’
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সদস্যদেরও টিকা দেওয়া হয়েছে বলে জানান এরদোগান। তাছাড়া দেশজুড়ে ২ লাখ ৫০ হাজার স্বাস্থ্যকর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়ার কথাও জানান এরদোগান। করোনা কালের সম্মুখযোদ্ধা হিসেবে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে বৃহস্পতিবার থেকে তুরস্ক করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু করে। সর্বপ্রথম স্বাস্থ্যমন্ত্রী ফেহরেতিন কোকা ভ্যাকসিন নেন। তুরস্কে গত ৩০ ডিসেম্বর চিনের সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের প্রথম চালান আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct