আপনজন ডেস্ক: করোনা বিধি লংঘন করলে কানাডার কুইবেক শহরে প্রায় লাখ টাকার জরিমানা ঘোষণা করা হয়েছে সম্প্রতি। কিন্তু তবুও করোনা বিধি সুকৌশলে এড়িয়ে চলছেন মানুষ। করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ কঠোর হলেও স্বামীকে নিয়ে বাইরে ঘোরার জন্য কানাডার এক মহিলা এক অবাক কাণ্ড ঘটালেন্।
নিজের স্বামীকেই কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাস্তায় ঘুরলেন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তবে এই কাণ্ড করে রেহাই পাননি তিনি। ওইমঞিরা এবং তার স্বামীকে ৩ হাজার ডলার জরিমানাও দিতে হয়েছে।
জানা গেছে, ঘটনাটি কানাডার কুইবেক শহরের। যেখানে নতুন করে করোনা সংক্রমণ চিন্তা বাড়িয়েছে স্থানীয় প্রশাসনের। ফলে রাত আটটার পর সেখানে জারি থাকছে জরুরি অবস্থা। তবে এই সময় যে কেউ নিজের পোষা কুকুরকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হতে পারেন, সেক্ষেত্রে ছাড় আছে। অভিযুক্ত নারী বাইরে বের হওয়ার জন্য ফন্দি করেন। আর তাতেই এমন কাণ্ড! স্বামীর সঙ্গে বাইরে বের হওয়ার জন্য তাকেই কুকুরের শিকল পরিয়ে দু’জনে রাস্তায় ঘুরতে বের হন।
শেষরক্ষা অবশ্য হয়নি। এক পুলিশ কর্মকর্তা ওই মহিলাকে আটক করায় সব ফাঁস হয়ে যায়। এ ধরনের কাজের জন্য তাকে এবং তার স্বামীকে ১৫০০ ডলার করে জরিমানা করা হয়।
তবে জানা গেছে, জরিমানা হওয়ার পরও দু’জনেই নাকি খুশি মনে তা দিয়ে দিয়েছেন। পাশাপাশি এও জানান, করোনার কারণে জারি হওয়া জরুরি অবস্থার জন্যই তারা এমন কাজ করেছেন। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল। ওই নারীর এমন কাণ্ড দেখে অবাক নেটিজেনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct