এহসানুল হক, বসিরহাট: করোনার আবহে বন্ধ ছিল দীর্ঘ আট মাস ক্যারাটে প্রশিক্ষণ তারপর এই প্রথম রয়্যাল ক্যারাটে ডু একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা পরীক্ষার আয়োজন করা হয় যেটা আমরা সচরাচর সেভ ডিফেন্স নামে পরিচিত। এই পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা। তাদের অভিভাবকদের বক্তব্য বর্তমান সমাজের কথা চিন্তা করে তাদের বাচ্চাদের ক্যারাটে শেখানোর জন্য ভর্তি করেছে। এই পরীক্ষায় বাচ্চা থেকে বড় মিলে প্রায় ১৪০ জন উপস্থিত হয়। বিভিন্ন জায়গা থেকে আগত ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষা শেষে তাদের শংসাপত্র ও বেল্ট দেয়া হয়। এদিন শিক্ষক শান্তনু বসু জানিয়েছেন, মহিলারা আত্মরক্ষার জন্য তাই নিজেরা যদি বেছে নেন ক্যারাটে তাহলে ভালোই হয়। দৈনন্দিন জীবনে পথ চলাতে তা সাহায্য করবে। স্কুল কলেজ যাওয়ার সময় অনেক সময় ইভটিজিংয়ের শিকার হতে হয় মেয়েদের। তারা এবার থেকে নিজেদেরকে ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষা করতে পারবে।
বসিরহাটের একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী স্নেহা মণ্ডল বলে, রাস্তা দিয়ে চলাফেরা করতে এখন আর বুক দুরুদুরু করে না। মনে হয় না বিপদ ওত পেতে আছে প্রতি পদক্ষেপে। এখন মাথা উঁচু করে নির্ভয়ে চলাফেরা করে। পিছু তাড়া করে না আর অজনা ভয়। তার এই আত্মবিশ্বাসের মূলে আছে কারাটে।
এক বছর আগে এই সংস্থার কারাতে ক্লাসে ভর্তি হয়েছিল এরা। কারণ স্নেহা জানান আমি একদিন পড়ে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে কয়েক জন বখাটে আমার পিছু নেয়। আমি সেই দিন বখাটেদের শিকার হয়ে বাড়িতে ফিরেছিলাম। আর সেখান থেকেই প্রতিজ্ঞা নিয়ে ছিলাম আমি ক্যারাটে শিখব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct