এহসানুল হক,বসিরহাট: "কুমোর পাড়ার গোরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি "-কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছড়ার লাইনটির সঙ্গে ছোট বড়ো সকলেই পরিচিত। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে বসিরহাটের গ্রামবাংলার সাধারণ কৃষকদের জনপ্রিয় গরুর গাড়ি ও গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ। কম খরচে ধান, পাট সহ নানা ফসল মাঠ থেকে বাড়ি এবং বাড়ি থেকে বাজারে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার হয়ে আসতো ঐতিহ্যবাহী গরুর গাড়ি। প্রযুক্তির সাথে হার মেনে বিলুপ্ত হয়ে যাচ্ছে কৃষকের এই জনপ্রিয় মাধ্যম। প্রায় এক যুগ আগেও বসিরহাটের অধিকংশ কৃষকের বাড়িতে দেখা যেত স্বাস্থ্যবান গরু ও ঐতিহ্যবাহী গরুর গাড়ি। বর্তমানে ডিজিটাল যুগে প্রযুক্তির কাছে হার মেনে সেই দৃশ্য এখন আর দেখা যায় না।বসিরহাটের ঘোনা,আটকড়িয়া,দেভোগ গ্রামের কৃষক একরামুল গাজি,মিজানুর রহমান, গোলাম সহ অনেকে বলেন, কয়েক বছর আগেও ধান, পাট ও বিভিন্ন সবজি ক্ষেত থেকে বাড়ি ও বাজারে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির বিকল্প ছিল না। ক্ষেতের ধান কাটার পর এই গাড়িতে করে বাড়ি নিয়ে আসা হত। কিন্তু যুগের পরিবর্তনে ও প্রযুক্তির সাথে তাল মেলাতে না পেরে এবং বিভিন্ন প্রকার যানবহন উদ্ভাবিত হওয়ায় গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি। বসিরহাটের বাগুন্দি গ্রামের কৃষকরা জানান, আমাদের ঐতিয্য হারিয়ে যাচ্ছে, তবে আধুনিক যাবহন ব্যবহার করায় আমাদের ধান, পাট, সবজি ঘরে ও বাজারে নিয়ে যেতে সময় লাগছে কম। যুগের সাথে তাল মিলাতে গিয়েই তারা ঐতিহ্যবাহী গরুর গাড়ি ছাড়ছেন বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে বসিরহাটের কৃষি অফিসের এক কর্মকর্তা বলেন, আধুনিকতার সাথে তাল মিলিয়ে বসিরহাটের বেশীরভাগ জায়গায় এখন বিভিন্ন ধরনের মটর চালিত যানবহন ব্যবহার করা হচ্ছে, ফলে স্বাভাবিক ভাবেই এই বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে।গ্রামের কান্তি লাল পাল ও সংকর পাল বলেন, ২০-২৫ বছর পূর্বে প্রায় প্রতিটি পরিবারেই কম হলেও একটি করে গরুর গাড়ি ছিল। অনেক বিত্তবান পরিবারে ২টি থেকে ৪টি পর্যন্তও গরু-মহিষের গাড়ি ছিল। সে সময়ে অধিকাংশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের আয়ের উৎস ছিল গরুর গাড়ি। এই গাড়ির উপর নির্ভর করে চলত ঐসব পরিবারের সংসার। মালামাল আনা-নেওয়া, গ্রামীণ বধূদের যাওয়া-আসা চলত এসব গাড়িতে। কিন্তু এখন বাস ও ইঞ্জিনচালিত নানা গাড়িতেই এসব কাজ চলছে। যার কারণে গরুর গাড়ি হারিয়ে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct