ওবাইদুল্লা লস্কর ও বাবলু প্রামাণিক : করোনা আবহে মকরসংক্রান্তির পুণ্যস্নান করতে তীর্থযাত্রীদের ভিড় সাগরসঙ্গমে। করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনেই ভিন রাজ্যের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণ্যার্থীরা রীতি মেনেই ভোর থেকে সাগরে ডুব দিয়ে পূর্ণ্য অর্জনের পাশাপাশি সেল্ফি নিতে ভুলছেন না। ভোর থেকেই ছিল সাগরের বেলাভূমি জুড়ে ভিড়। গরুর লেজ ধরে বৈতরণী পার হয়ে সাগরে কয়েকটা ডুব দিয়ে পুণ্য লাভের আশায় তীর্থযাত্রীরা কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন। তীর্থযাত্রদের সংখ্যা কম থাকলেও রাজ্য সরকার নিরাপত্তার দিক থেকে কোন খামতি রাখতে চায়নি। জলপথে কড়া নজরদারি চালাচ্ছে কোষ্ট গার্ড,এন ডি আর এফ, ওয়াটার উইংস সহ মোট ৫ টি নিরাপত্তা সংস্থা। সমুদ্রতটে আড়াই হাজার পুলিশ কর্মী নিরাপত্তা রক্ষী,স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে পরিষেবা প্রদানের জন্য।
প্রতিনিয়ত আকাশে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হেলিকপ্টার ও জলে হোভারক্রাফট নজরদারি চালাচ্ছে। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও তৎপর।
এদিকে স্বাস্থ্য সচেতন হওয়ার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ও তৎপর রয়েছে। বারবার মাইকিং করে তীর্থযাত্রীদের জানানো হচ্ছে মাস্ক পরার কথা। এমনকি যাদের মুখে মাস্ক নেই ,তাদেরকে মাফ দেওয়া হচ্ছে।
এদিন তীর্থযাত্রীদের সাথে সাথে ই-স্নান করেন মন্ত্রী সুজিত বসু ও সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। মন্ত্রী সুজিত বসু বলেন, করোনা আবহে পুণ্যার্থীরা সাগরে নেমে স্নানের থেকে অধিকাংশ ই স্নান করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct