জাইদুল হক: নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সেই কর্মসূচিতে রাজ্যের ১২টি ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই সব ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় ২০২০ সালের জুলাই মাসে ভূগোল শিক্ষক নিয়োগের পর এবার পিএসসি বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগ করল। উল্লেখ্য, রাজ্যের সরকারি পোষিত ৬১৪টি মাদ্রাসা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের আওতায় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হলেও ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করে পাবলিক সার্ভিস কমিশন। যদিও এই ইংলিশ মিডিয়াম হাইমাদ্রাসাগুলি নিয়ন্ত্রণ করে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন অফ ওয়েস্টবেঙ্গল।
তবে, রাজ্যের সংখ্যালঘুদের জন্য সুখবর ২০২০ সালের জুলাই মাসে এই ১২টি ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসার জন্য যে ১২জন ভূগোল বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ হয়েছিল তাতে একজনও মুসলিম স্থান না পেলেও এবার বাংলা শিক্ষক নিয়োগে কিন্তু মুসলিমের ভাগ্যে শিকে ছিঁড়েছে। তা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ওবিসি এ সংরক্ষণ চালু করার সুবাদে। বুধবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ১২টি ইংলিশ মিডিয়াম মাদ্রাসার শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় দেখা গেছে, যে ১২জন বাংলা শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছেন একজন মুসলিম। তার নাম আখতারুল সেখ।
আখতারুল সেখ অবশ্য এই শিক্ষক হওয়ার সুযোগ পেযেছেন ওবিসি-এ সংরক্ষণের আওতায়। এ বিষয়ে স্মর্তব্য যে, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুলত সংখ্যালঘুদের সরকারি চাকরিতে বেশি করে নিয়োগের উদ্দেশ্যে ১০ শতাংশ ওবিসি-এ সংরক্ষণ চালু করেন। এই ওবিসি-এ তালিকায় সবাই মুসলিম সম্প্রদায়ের। তবে, এর পাশাপাশি ওবিসি-বি তালিকাভুক্তদের জন্য ৭ শতাংশ সংরক্ষণ চালু করেন। ওই ওবিসি-বি তালিকাভুক্তদের মধ্যে স্বল্প সংখ্যক মুসলিমরাও আছেন। যদিও ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসায় নিয়োগে ওবিসি-বি তালিকাভুক্তদের নিরাশ করেনি পিএসসি। যে ১২ জন বাংলা শিক্ষক নিযোগের তালিকা প্রকাশ করেছে পিএসসি তাতে দুজন ওবিসি-বি তালিকাভুক্তও রয়েছেন। তবে তারা মুসলিম সম্প্রদায়ভুক্ত নন।
কিন্তু ওবিসি-বি এর তুলনায় বেশি শতাংশ ওবিসি-এ সংরক্ষণ থাকা সত্ত্বেও কী করে ওবিসি-এ ক্যাটেগিরিতে মাত্র একজন আর ওবিসি-বি ক্যাটেগরিতে দুজনকে নিয়োগ করা হল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশেষত সংখ্যালঘু মহল থেকে প্রশ্ন উঠছে, ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে কী সংরক্ষণ নীতি মানা হচ্ছে না? আর ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেখানে ইসলামি জ্ঞানেরও প্রয়োজন সেখানে সংখ্যালঘু সম্প্রদায় কম সুযোগ পাওয়ায় সমালোচনা শুরু হয়ে গেছে। যদি মুসলিমদের জন্য এবারের ১২জন বাংলা শিক্ষক নিযোগে সুখবরই বযে নিয়ে এসেছে বলা যেতে পারে। কারণ, ২০২০ সালের ২৩ জুলাই রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ভূগোল বিষযে যে ১২ জন শিক্ষক নিয়োগ করেছিল ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসায় তাতে একজনও মুসলিম স্থান পায়নি। এবার তবু একজনের সুযোগ মিলেছে। মূলত ওবিসি-এ সংরক্ষণের সুবাদে আখতারুল সেখের ভাগ্যে শিকে ছিঁড়েছে।
উল্লেখ্য, বাম আমলে ড. আবদুস সাত্তার মাদ্রাসা শিক্ষা মন্ত্রী থাকালীন রাজ্যের হাই মাদ্রাসাগুলিকে আধুনিকীকরণের পাশাপাশি ইংলিশ মিডিয়াম কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাম আমলে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা চালু হয়নি। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর নদিয়ার পানিয়ালা গ্রামে প্রথম ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাস চালু হয়। সেসময নদিয়ার জেলা শাসক ছিলেন পি বি সালিম। তাঁর বিশেষ সক্রিয়তায় ২০১৪-১৫ বর্ষে রাজ্যে প্রথম চারু হয় ‘পানিয়ালা ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসা’। তার সূচনা করেছিলেন পি বি সালিম। এরপর রাজ্য জুলে মালদা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বীরভুম, কোচবিহার, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ১২টি ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসা প্রতিষ্ঠা পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct