নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: দীর্ঘদিন দিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক এলাকার বৈরাট গ্রামের রেবিনা বিবি ও দীপা দাস। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তাঁরা। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন এই দুই মহিলার হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেয়। এই কার্ড নিয়ে সেদিনই মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তাঁরা এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান রেবিনা বিবি ও দীপা দাস। স্থানীয় বাসিন্দা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি জাহাঙ্গীর আলী জানান, বৈরাট গ্রামের এই দুই মহিলা শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। সঠিক চিকিৎসা করার জন্য যে অর্থের প্রয়োজন তা তাঁদের কাছে ছিল না। খবর পেয়ে ব্লক প্রশাসনের কাছে নিয়ে যাই ওই দুজনকে। বিডিও অনির্বাণ বসুর তৎপরতায় সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেন। সেই কার্ড নিয়ে পরিবারের লোকেরা ওই দুই মহিলাকে মালদা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করিয়েছে। এ প্রসঙ্গে রেবিনা বিবি জানান, এভাবে যে কার্ড পেয়ে চিকিৎসা খুব সহজে পেয়ে যাব ভাবতে পারেনি। এর জন্য আমি সম্পূর্ণভাবে ব্লক প্রশাসনের কাছে কৃতজ্ঞ। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, ব্লক প্রশাসনের তরফ থেকে মুমূর্ষ রোগীদের খুব তাড়াতাড়ি স্বাস্থ্যসাথী কার্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যাতে তাঁরা অতিসত্বর ভালো চিকিৎসা পান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct