আপনজন ডেস্ক: রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার মাটিকোমড়ায় হজ প্রশিক্ষণ ও সচেতনতা শিবির স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।
এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল্লাহ, হাজী সফর, হাফেজ মুফতি সেকেন্দার,মুফতি সাজাহানসহ ওই অঞ্চলের প্রচুর হাজী-হাজ্জীন এবং এলাকার ইমাম মোয়াজ্জেম সহ বিশিষ্টজনেরা।
এলাকার বিশিষ্ট হাজী সাহেব এবং ইমাম মোয়াজ্জিনদে'র উপস্থিতিতে আলহাজ্ব একেএম ফারহাদ বলেন, সম্প্রীতির বাংলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই একই ছাতার তলায় থাকবে আমাদের মূল লক্ষ্য। আপনাদের দায়িত্ব সমাজকে এগিয়ে নিয়ে চলা। তাই বিভাজিত কোন শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবেন না। পশ্চিমবঙ্গের হজ পরিষেবা দেশের কাছে দৃষ্টান্ত এত সুন্দর সুস্থ পরিষেবা একমাত্র সম্পন্ন হচ্ছে মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে।
ফারহাদ দেগঙ্গার হজ শিবির থেকে সোজা পৌঁছে যান জেলার অন্যতম দর্শনীয় স্থান চন্দ্রকেতুগড় এবং সেখানে আগত দর্শনার্থীদের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct