মহম্মদ নাজিম আক্তার, মালদা: মালদহের রতুয়া ৪৮ নং বিধানসভার থানা সংলগ্ন মাঠে তৃণমূলের তাবড় তাবড় নেতা ছাড়াই বিরাট জনসভা সম্পন্ন হল। এই সভার আয়োজন করে নজর কাড়লেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সেখ ইয়াসিন। মালদা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নূরকে আমন্ত্রণ করা হলেও তিনি এদিনের হাজির ছিলেন না। যদিও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে রতুয়া বিধানসভার ১৫টি শাসকদলীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরাসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মী থেকে শুরু করে বেশ কয়েক হাজার মানুষের ঢল পড়ে জনসভায়।
রবিবার প্রকাশ্য জনসভায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ ইয়াসিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মাথা মোটা, অর্ধ-শিক্ষিত বলে কটাক্ষ করেন। কৃষি আইন বিরোধিতায় তৃণমূল সরকার প্রতিবাদ চালিয়ে যাবে বলে ইয়াসিন ভরামঞ্চে বক্তব্য রাখেন। এদিনের গোটা জনসভার চিত্র উপস্থিত আম জনতাকে দেখানোর জন্য ড্রোনের মাধ্যমে রেকর্ড করে এলইডি স্ক্রিনে দেখানো হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য রতুয়া থানার পুলিশও সজাগ ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct