সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: রবিবার বিকালে বড়জোড়া স্কুল ময়দানের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা মদন মিত্র চাঁছাছোলা ভাষায় শুভেন্দু অধিকারী ও বিজেপির সমালোচনা করে গেলেন। তিনি বলেন, আমি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব আপনি ২৯৩ আসন নিয়ে বলুন তা আপনার কাছে এনে দেব। শুধুমাত্র আমাকে মেদিনীপুরের নন্দীগ্রাম আসনটা ভিক্ষা দিন। আমি ওখানে প্রার্থী হয়ে দেখিয়ে দেব তৃণমূলের জয় কাকে বলে। তবে বিনিময়ে শুভেন্দুকে কামারহাটিতে দাঁড়াতে হবে। যদি ওকে কাতলা পাড়া করে দিতে না পারি তাহলে আমি মদন মিত্র নই। এদিন শুভেন্দুকে বেইমান, বিশ্বাসঘাতক, মীরজাফর নানা ব্যঙ্গাত্মক বিশেষণে ভূষিত করে তিনি বলেন, উনি বলেছেন আমার কিছু চাই না। আমার পদ চাই না। শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, তোমার কি নেই- ধন, দৌলত সবই তো তো আছে। কিন্তু তোমার বাংলা মা নেই। তৃণমূলের বাংলা মা আছে। এদিন তিনি বলেন বড়জোড়া থেকে কলকাতা সরকারি বাস পরিষেবার চালুর ব্যাপারে ভূতল নিগমের সাথে কথা বলবেন। তিনি বলেন, ২০১৬ বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় আমরা ৫ টি আসন হারিয়েছিলাম। আমি দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা, নেতৃত্ব অরূপ চক্রবর্তী, আশুতোষ মুখার্জী, সুখেন বিদ, অলক মুখার্জীদের কাছে অনুরোধ করছি, আপনারা শুধু পারমিশনটা এনে দিন। আমি বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে পড়ে থেকে থেকে জঙ্গলমহলের সব কটা আসন এনে দেব। বাঁকুড়াতে তো ১২ - ০তে বিজেপিকে দেখিয়ে দেবো টিএমসি মানে টেম্পেল, মসজিদ, ও চার্চের মেলবন্ধন। দিলীপ ঘোষের কঠোর সমালোচনা করে বলেন উনি যে রামের কথা বলেন, সেটা রাম নয় হাম। কারণ রাম কখনো তলোয়ার নিয়ে যুদ্ধ করেননি। আর সেই রামের নাম নিয়ে দিলীপবাবু তলোয়ার ঘোরাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct