জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: আপনজন: ২০২০ সালের ২০ মার্চ থেকে বন্ধ রয়েছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান।দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকায় ধীরে ধীরে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ই অনলাইনের মাধ্যমে পড়ুয়াদের পঠন-পাঠন চালিয়ে নিয়ে যাচ্ছে। পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়েও অনলাইন ক্লাস করানো হলেও দুর্বল ইন্টারনেট পরিষেবা বা স্মার্টফোনের অভাবে অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা তাতে অংশগ্রহণ করতে পারছিলেন না। এমনই তথ্য উঠে এসেছিল বিশ্ববিদ্যালয়ের ‘অনলাইন স্টাডি কমিটি’র রিপোর্টে।আর এবার তাই তাই দ্রুত আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের চিহ্নিত করে তাঁদের হাতে স্মার্টফোন তুলে দিতে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে অনলাইন ক্লাস করা থেকে কোনও পড়ুয়া বঞ্চিত না থেকে যান। সেই উদ্দেশ্যে গত ৫ জানুয়ারি প্রথম সেমেস্টারের পড়ুয়াদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেখানে বলা হয়েছে, অনলাইন স্টাডি কমিটি উপাচার্যের সম্মতিক্রমে অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার জন্য একটি করে স্মার্টফোন দিতে চায়। বিশেষত, আর্থিকভাবে দুর্বল ও একইসঙ্গে মেধাবী পড়ুয়াদের এই সুবিধা দেওয়া হবে। তাই তাঁদের বলা হচ্ছে, ১৬ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের মাধ্যমে অনলাইন স্টাডি কমিটির কাছে আবেদন জানাতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর জানিয়েছেন, ইচ্ছুক পড়ুয়ারা বিভাগীয় প্রধানদের কাছে আবেদন করলে সেগুলি যাচাই করে চূড়ান্ত নামের তালিকা তৈরি করবেন প্রধানরা। আর সেই তালিকার ভিত্তিতে পড়ুয়াদের স্মার্টফোন দেওয়ার সূচনা করা হবে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসে। দীপক কর বলেন, “এখন ক্যাম্পাসে বেশি মানুষের জমায়েতের নিষেধাজ্ঞা রয়েছে।আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস, আমাদের কাছে ওইদিনটি খুব গর্বের ও শ্রদ্ধার।আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি যে, পড়ুয়াদের স্মার্টফোন যে দিচ্ছি এবং দেব সেই বাতাবরণটা তৈরির জন্য আমরা ওইদিন প্রত্যেকটি বিভাগের একজন করে নিডি পড়ুয়ার হাতে স্মার্টফোন তুলে দেব। তারপরে নর্মাল গতিতে হবে।কিন্তু, ওই দিনটা ছাত্রদের কাছে, আমাদের কাছে পুণ্যদিন। তাই ওইদিন প্রত্যেক বিভাগের একজন করে নিডি পড়ুয়াকে আমরা স্মার্টফোন দেব। যাতে ভিড় বেশি না হয় তাই একসঙ্গে সবাইকে না দিয়ে একজন করে পড়ুয়াকে দিয়ে বিতরণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করা হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct