সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: মিম সুপ্রিমো আসাদ উদ্দিন ওয়াইসির সঙ্গে বৈঠকের পর ভাঙড়ে প্রথম সভা করলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার। মুখ খুললেন মিম নেতা ওয়েসির সঙ্গে জোট নিয়ে।
শনিবাসরীয় বিকেলে আব্বাস সিদ্দিকী ভাঙড় ১ ব্লকের কাশিপুর থানার ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর গ্রামে সভা করেন। এদিন তিনি বিকাল ৩ টায় সভামঞ্চে উপস্থিত হন। তাঁর উপস্থিতিকে স্বাগত জানাতে অসংখ্য সমর্থক রাস্তার উপরে মানববন্ধন ও পুষ্প বৃষ্টি করেন। তাঁর প্রবেশ পথে বিছানো হয় সবুজ গালিচা। সদ্য কাটা ধানের ক্ষেতে হাজার হাজার উৎসাহী মানুষ ভিড় করেন। ‘ভাইজান’ সভা মঞ্চে বক্তব্য শুরু করতেই মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সভাস্থল।
এদিন আব্বাস সিদ্দিকী অভিযোগ তুলে বলেন, ‘অনেকে চাইছিলেন আব্বাস যেখানে প্রার্থী দাঁড় করাবেন, যেখানে মিমের প্রার্থী দাঁড় করিয়ে আমাদের মধ্যে বিবাদ তৈরি করতে। কিন্তু আসাদ উদ্দিন ওয়াইসি ফুরফুরায় এসে বৈঠক করে আমাকে সমর্থনের ঘোষণা করার পর তাদের মুখে চুনকালি পড়েছে, তাদের মুখ এখন বেঁকে গেছে। চক্রান্তকারীরা এখন বলছে ওয়াইসি কমিউনাল।’ আব্বাস সিদ্দিকী আরও বলেন, “গরীব অসহায় মানুষের জন্য কাজ করা ইবাদতের কাজ, সওয়াবের কাজ। ওয়েসি সাহেব সেই কাজ করছেন। আগামী ২১ জানুয়ারি আব্বাস সিদ্দিকী নতুন দল গড়ার ঘোষণাও দেন এদিন। বর্তমানে ধর্মীয় সভা থেকে রাজনৈতিক বার্তা দিলেও ২২ তারিখ থেকেই তিনি রাজনৈতিক সভা-সমাবেশ শুরু করবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন। এদিন আব্বাসের সভায় বহু সংখ্যক মাইক বেঁধে উচ্চস্বরে মাইক লাগানোর অভিযোগ উঠেছে। জানা গেছে এ নিয়ে কাশিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আব্বাস সিদ্দিকী বলেন, “এসব দুষ্কৃতীকারীদের কাজ। তারা চক্রান্ত করে এসব করছে। তবে সত্যিকারের যদি সাধারণ মানুষের কোন অভিযোগ থাকে, আমাকে জানালে আমি স্থানীয় কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” ভাঙড়ের রাজনীতিতে যখন অন্যতম চর্চার নাম হয়ে উঠেছে আব্বাস সিদ্দিকী তখন দীর্ঘ কয়েক দশক পর মাথা চাড়া দিয়ে উঠেছে ভাঙড়ের কংগ্রেসও। চলতি মাসের ১৭ তারিখ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ভাঙড়ের কাঁঠালিয়াতে সভা করতে আসছেন বলে খবর।
ফলে রাজনৈতিক উত্তেজনায় তেতে উঠেছে চেনা ভাঙড়ের মুখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একুশের ভোটের পিচে ব্যাট করতে কালঘাম ছুটতে পারে শাষক দল তৃণমূলের। অপরদিকে বোলিং সমস্যা হিসাবে কাজ করবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ফলে ভাঙড় বিধানসভা ধরে রাখা নিয়ে চিন্তা বাড়ছে জেলা তৃণমূলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct