আপনজন ডেস্ক: বিশ্বভারতীতে রাস্তাকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে সংঘাত চলছে এর তীব্র নিন্দা করল বেঙ্গল কালচারাল অর্গানাইজেশান।
শনিবার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে চেয়ারম্যান সুরমান আলী মন্ডল বলেন, শিক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকারের একটি নামকরা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী সেখানে রাস্তা নিয়ে কেন্দ্র কিংবা রাজ্যের কারো উচিত নয় সংঘাতে যাওয়া।
ছাত্র ছাত্রী এবং আবাসিকদের স্বার্থে এই রাস্তাটি সকলের জন্যই খুলে দেওয়া উচিত। তবেই ভালো কাজ হবে। তিনি বলেন রাজ্য সরকারের উচিত এ ব্যাপারে সমস্ত সহযোগিতা করা যাতে কলেজের ছাত্রছাত্রী এবং আবাসিক করা সঠিকভাবে পথ দিয়ে চলতে পারেন। এইসব নিয়ে রাজ্য কিংবা কেন্দ্র কারো উচিত নয় রাজনীতি করা। শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের রাজনীতি করলে আগামী প্রজন্মের ওপর প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।
সুরমান মন্ডল বলেন, বিশ্বভারতী তে যারা পড়াশোনা করেন তাদের অধিকাংশই এরাজ্যের কাজেই রাজ্যের স্বার্থেও তাদের সহযোগিতা করা উচিত শাসক দলের। এই পথ দিয়ে শুধু বিশ্বভারতীর লোকজনই নয় সাধারণ লোকজন যাতায়াত করেন সেখানে কেন জেলা প্রশাসন রাস্তায় বেড়ি পড়ানোর চেষ্টা করছেন এ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct