আপনজন ডেস্ক: শনিবার যখন কেন্দ্রীয় সরকার দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করার দিনক্ষণ ঘোষণা করল তখন উদ্বেগ বাড়িয়ে দিল ট্রায়াল করোনা ভ্যাকসিন নেওয়া এক ব্যক্তির মৃত্যু।
জানা গেছে, ১২ ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপাল শহরের পিপলস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত কোভ্যাক্সিন ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন দীপক মাউয়ি নামে ওই স্বেচ্ছাসেবক। কোভ্যাক্সিন টিকা নেওযার প্রায় দশ দিন পরে মারা যান তিনি। পিপলস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের উপাচার্য রাজেশ কাপুর ওই মৃত্যুর খবর শনিবার জানাতেই উদ্বেগ সৃষ্টি হয়। যদিও তার মৃত্যুর কারণ হিসেবে করোনা ভ্যাকসিনের ট্রায়ালকে দায়ী করা হয়নি। প্রাথমিকভাবে সন্দেহ বিষক্রিয়ায় ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। যদিও ভ্যাকসিন নিয়ে বাড়ি ফেরার পর থেকে মাউয়ি অস্বস্তি বোধ করতে শুরু করেন বলে তার পরিবারের অভিযোগ।
তবে, ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার ভিসেরা পরীক্ষা করা হচ্ছে বলে জানান মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রভু রাম চৌধুরী। এই মৃত্যু ভ্যাকসিনের সঙ্গে সংপৃক্ত থাকায় অত্যন্ত স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, করোনা ভ্যাকসিন সম্পর্কে যাতে কোনও ভুল ধারণা না তৈরি হয়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। ভিসেরা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে এ নিয়ে কোনও মন্তব্য করা সমীচীন নয়।
অন্যদিকে, মধ্যপ্রদেশ মেডিকো লিগাল ইনস্টিটিউটের ডিরেক্টর অশোক শর্মার জানান, গত ২১ ডিসেম্বর তাঁর মৃত্যুর পরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল ও টিকা উৎপাদক সংস্থা ভারত বায়োটেক-কে জানানো হয়। যদিও তিনি জানান, ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করার আগে মাউয়ির স্বাস্থ্য পরীক্ষায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পেশায় দিনমজুর টিকা দেওয়ার পর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয় বলে জানা গেছে। যদিও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করোন ভ্যাকসিন নিয়ে বাড়ি ফেরার পরে মাউয়ি অস্বস্তি বোধ করতে থাকেন। দিন কয়েক পরে তার মুখ থেকে গেঁজা বের হতে শুরু করলেও তিনি ডোক্তার দেখাতে রাজি হননি। ২১ ডিসেম্বর তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct