আপনজন ডেস্ক: কৃষক আন্দোলনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অষ্টম দফার বৈঠকেও কোনও রফা সূত্র মিলল না। আগামী ১৫ জানুয়ারি ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে কৃষি আইন প্রত্যাহার বিষয়ক আলোচনায় বসবে কেন্দ্র।
দিল্লির বিজ্ঞান ভবনে শুক্রবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে অষ্টম বারের মতো বৈঠকে বসেন বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা। কিন্তু দিনের শেষে কৃষক নেতারা জানিয়ে দিলেন আলোচনায় রফাসূত্র বের হয়নি। বরং, কৃষক নেতারা সূত্র জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী তোমর তাদেরকে বলেছেন তিনটি কৃষি আইন প্রত্যাহার করা ছাড়া অন্য সব প্রস্তাবে কেন্দ্র রাজি। কিন্তু কৃষক নেতারা কৃষি আইন প্রত্যাহারের ব্যাপারে এখনও অনড়। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর এদিন দাবি করেছেন, কৃষি আইনের বিরোধী কৃষকরা যেমন আছেন, তেমন এই আইনের সমর্থনকারী বহু কৃষকরা আছেন। তাদের সঙ্গেও আলোচনায় বসবে কেন্দ্র।
বার বার আলোচনায় বসেও সমাধান না মেলায় ফের আলোচনায় বসা নিযে কৃষক নেতাদের মনে অসন্তোষ দানা বেঁধেছে। বলবীর সিং রাজেওয়াল এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, সরকার প্রকৃতপক্ষে সমাধাণ করতে না চাইলে বার বার বৈঠকে বসে কী লাভ। কারণ তারা সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার না করলে তাদের আন্দোলনও প্রত্যাহার করা হবে না।
একই কথা শোনা গেছে কৃষক নেতা ও কিসান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লার মুখেও। তিনিও কৃষি আইন প্রত্যাহার হলে কৃষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। সেই সঙ্গে জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর নিয়ে কুচকাওয়াজ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct