আপনজন ডেস্ক: দেশজুড়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ড্রাই রানের পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, সোমবার বিকাল চারটায় দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে ও করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন কিনা নবান্ন সূত্রে এখনও জানা যায়নি। যদিও এই বৈঠকে বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি সহ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ড্রাই রানের সাফল্য নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে করোনা টিকা কীভাবে রাজ্যের মানুষদের মধ্যে যথাযথভাবে দেওয়া হবে সে বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে।
দিন কয়েক আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’কে জরুরি ভিত্তিতে অনুমোদন দেন ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সংস্থা আইসিএমআর ও হায়দরাবাদের ভারত বায়োটেক একযোগে এই করোনা ভ্যাকসিন তৈরি করেছে। অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়ে এসেছে সেরাম ইনস্টিটিউট। আর ভারত বায়োটেক তৈরি করছে কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন তিন দফায় ট্রায়াল চালাবে দেশজুড়ে।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আগামী কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে। তিনি বলেন, দেশজুড়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ড্রাই রান খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct