আপনজন ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী হিসেবে শিরোপা পেলেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এলন মাস্ক। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে এলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর তকমা জিতে নিয়েছেন। বর্তমানে তিনি ১৮৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক। টেসলার শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে বৃহস্পতিবার তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে আসেন। করোনা মহামারির মধ্যেও হুহু করে বেড়েছে তার টেসলার বাণিজ্য। গত বুধবার প্রমবারের মতো টেসলা কোম্পানির বাজার মূলধন ৭০০ বিলিয়ন ছাড়িয়েছে, আর তাতেই বাজিমাত মাস্কের।
বিভিন্ন গণমাধ্যম সূত্র জানিয়েছে, এই গাড়ি কোম্পানিটির সম্পদ এখন টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই, জিএম এবং ফোর্ডের সম্মিলিত সম্পদকেও ছাড়িয়ে গেছে। করোনাকালে জেফ বেজসের সম্পদের পরিমাণও বেড়েছে। তবে, তিনি তার কোম্পানি অ্যামাজনের ৪ শতাংশ সম্পদ তার সাবেক স্ত্রী ম্যাকেইঞ্জ স্কটকে লিখে দেন। আর এতেই এলন মাস্কের সম্পদের পরিমাণ বেজসের সম্পদের পরিমাণকে ছাড়িয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct