আব্দুস সামাদ মণ্ডল, গড়বেতা: শাসক দলের গড়ে এবার বামেদের মিছিল সুশান্তের নেতৃত্বে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সিপিআইএমের প্রাক্তন গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মহামিছিলের রূপ নেয়। উল্লেখ্য, বেশ কয়েক বছর নিজের জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল উচ্চ আদালত। কিছু দিন আগে বাড়িতে ফেরার জন্য তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। বাবা মায়ের অসুস্থতার কারণে সেই আবেদন সুপ্রিমম কোর্ট মঞ্জুর করে। তার পর তিনি গত ৬ ডিসেম্বর তার নিজের বাড়িতে ফেরেন। এর পর তিনি ২১শের বিধানসভার জন্য আন্দোলন শুরু করেন। বৃহস্পতিবার বামেদের ডাকা মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় সুশান্ত বাবুকে।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই কেন্দ্রীয় সরকারের কৃষকদের মেরে ফেলা আইন কোনও মতেই মেনে নেবো না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। সুশান্ত বাবু দাবি করেন, বর্তমান শাসক দলের চক্ষু রাঙানিকে উপেক্ষা করে হাজার হাজার কৃষক ও বাম সমর্থক আজ মিছিলে অংশ নিয়েছে।
তিনি মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা বিজেপির সাথে আঁতাত করছেন। এদিন সুশান্ত ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজয় পাল সহ জেলা নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct