আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে ‘লাভ জিহাদ’ রুখতে চালু হওয়া নতুন ধর্মান্তর আইনে প্রথম গ্রেফতার হয়েছিলেন নাদিম (৩২) ও তার ভাই সলমান। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে উত্তরপ্রদেশ সরকার জানিয়ে দিল ওই রাজ্যে ধর্মান্তর করার কোনও প্রমাণ মুসলিমের বিরুদ্ধে নেই।
২০২০ সালের ২৯ নভেম্বর উত্তরপ্রদেশ সরকার ধর্মান্তর নিয়ে অর্ডিন্যান্স জারি হওয়ার পর নাদিম ও সলমানের বিরুদ্ধে ধর্মান্তর করার অভিযোগ করেন অক্ষয় কুমার ত্যাগী। অশোক ত্যাগী অভিযোগ করেছিলেন, মুজাফফরনগরের বাড়িতে শ্রমিক নাদিম যাওয়ার পর তার স্ত্রী পারুলকে প্রেমের ফাঁদে ফেলেন। এমনকী তাকে ধর্মান্তর করার চেষ্টা করেন। শুধু তাই নয়, তার স্ত্রীকে বিয়ে করার জন্য স্মার্ট ফোন কিনে দেওয়ারও অভিযোগ তুলে এফআইআরও করেন।
নাদিম এলাহাবাদ হাইকোর্টে এই এফআইআরের বিরুদ্ধে আর্জি জানিয়েছিলেন। এলাহাবাদ হাইকোর্ট বলে, পুলিশ তার বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারে না। বৃহস্পতিবারের শুনানিতে তার সুরক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি অবধি।
কিন্তু এই মামলায় উত্তরপ্রদেশ সরকার যে হলফনামা জমা দিয়েছে তাতে নাদিমের বিরুদ্ধে ধর্মান্তরের কোনও প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে। এ ব্যপারে নাদিমের আইনজীবী সৈয়দ ফরমান আহমদ নাকভি বলেন, উত্তরপ্রদেশ সরকার যে হলফনামা পেশ করেছি বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টে শুনানির সময় সে প্রসঙ্গ ওঠে। ওই হলফনামায় বলা হয় ধর্মান্তরের নামে এফআইআর দায়ের করাটা একেবারেই মিথ্যা ব্যাপার। কারণ মহিলাকে জোরপেূর্বক শর্মান্তর করে বিয়ে করার চেষ্টার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
এ ব্যাপারে আইনজীবী ফরমান বলেন, ২৫ ধারায় কোন ব্যক্তি নিজের ইচ্ছায় ধর্ম বেছে নিলে সরকার তার মধ্যে হস্তক্ষেপ করতে পারে না।
জানা গেছে, বুধবার উত্তরপ্রদেশ সরকারের পক্ষে আইন বিভাগের জযেন্ট ডিরেক্টর আওয়াধেশ পাণ্ডে একটা ছ পাতার সংক্ষিপ্ত হলফনামা পেশ করেন এলাহাবাদ হাইকোর্টে। তাতে বলা হয়, তদন্তকারী অফিসাররা উত্তরপ্রদেশের ধর্মান্তর প্রতিরোধ অর্ডিন্যান্স ২০২০ অনুযায়ী কোনও অভিযুক্তকে পায়নি। পারুলের সঙ্গে নাদিমের অবৈধ সম্পর্কের কোনও প্রমাণ মেলেনি। এমনকী পারুলকে ধর্মান্তর করার চেষ্টার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
যদিও হলফনামায় বলা হয়েছে, নাদিম অক্ষয়কে হুমকি দিয়েছিলেন। তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা করা হয়েছে। শুনানি শেষে, এলাহাবাদ হাইকোর্ট জানায়, নাদিমের বিরুদ্ধে জোর করে ধর্মান্তর করার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে, লাভ জিহাদের নামে উত্তরপ্রদেশ যে ব্যাপক ধরপাকড় চলছে মুসলিম যুবকদের তা যে বিদ্বেষপ্রসূত সেটাই প্রতিষ্ঠিত হতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct